০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫
‘কৌশলগত বিরতি’র ইঙ্গিত মিলেছে গাজায় টলোমলো যুদ্ধবিরতি: ট্রাম্পের শান্তি–পরিকল্পনার পরবর্তী ধাপ আটকে যাচ্ছে জামাইকাতে হারিকেন মেলিসা ছিলো ক্যাটাগরি–৫ ঘূর্ণি ঝড় নিট-শূন্য ভবিষ্যতের লক্ষ্যে সিঙ্গাপুরের পারমাণবিক ভাবনা ইউরোপের প্রতিরক্ষা শিল্পের আকাশছোঁয়া উত্থান—এবার কঠিন পরীক্ষার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের নেপথ্যে ‘দুর্বল শাসনব্যবস্থা’: অজিত দোভাল নেক্সপেরিয়ার কিছু অর্ডারে রপ্তানি নিষেধাজ্ঞায় ছাড় বিবেচনা করছে চীন দারিদ্র্য, বাস্তুচ্যুতি ও ধর্মীয় সম্প্রীতি—বাংলাদেশে ভ্যাটিকানের মন্ত্রীর সফর এআই বিদ্যুৎ–বুমেও ‘বিগ অয়েল’-এর হতাশা: ডেটা সেন্টারের চাহিদা বাড়লেও তেল–গ্যাস কোম্পানির লাভ বাড়ছে না দেশজ উদ্ভিদের স্মৃতি ও মানুষ–প্রকৃতির বন্ধন পুনরুজ্জীবিত করছে শারজাহ জাদুঘর কর্তৃপক্ষ

কবে থেকে অনুপমের সঙ্গে প্রস্মিতার প্রেম? বিয়েতে থাকবেন প্রাক্তনেরা? তালিকায় কারা?

  • Sarakhon Report
  • ০৩:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • 129

নিজস্ব প্রতিবেদক

আপাতত নেট দুনিয়ায় তো বটেই টলিপাড়ার চর্চার বিষয় এখন একটাই। আর তা হলো অনুপম-প্রস্মিতার বিয়ে। আর এ বিষয়ে আলোচনা হবে নাই বা কেন, প্রাক্তন পিয়ার বিয়ের তিন মাসের মাথাতেই বিয়ে করতে চলেছেন অনুপম রায়। আর এই বিয়েতে গায়কের পাত্রীও যে গায়িকা।

রাজ চক্রবর্তীর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় গান গেয়ে প্রস্মিতা প্রথম আলোচনায় আসেন।  প্রস্মিতা ও অনুপম একসঙ্গে ‘হাইওয়ে’ সিনেমায় ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন।

এ ছাড়া প্রস্মিতার গাওয়া ‘সাজনা’ কিংবা ‘হতে পারে না’ গানগুলোও বেশ জনপ্রিয়।

এর আগে ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। বিয়ের ৬ বছর পর বিচ্ছেদের ঘোষণা দেন পিয়া ও অনুপম দম্পতি।

এরপর গত বছরের ২৭ নভেম্বর টালিউড অভিনেতা পরমব্রতকে বিয়ে করেন পিয়া চক্রবর্তী।

কবে থেকে অনুপমের সঙ্গে প্রেম? মুখ খুললেন হবু স্ত্রী প্রস্মিতা

পরিচয় কবে থেকে? এমন প্রশ্ন শুনেই প্রস্মিতা বললেন, “আমরা দুজনেই  তো গানের জগতের মানুষ। আমরা গানই গাই। তাই পেশাগতভাবে, সহকর্মী হিসেবে আমাদের অনেকদিন ধরেই পরিচয় আছে। কিন্তু সম্পর্ক বলতে তা প্রায় এক বছর হয়েছে।” প্রথমবার এক স্টুডিওতেই অনুপমের সঙ্গে দেখা হয়েছিল প্রস্মিতার। সেকথাও জানাতে ভোলেন নি তিনি।

অতিথি তালিকায় থাকছেন কারা?

আমন্ত্রণ কি পৌঁছেছে সবার কাছে? তাঁদের প্রাক্তনদের কাছেও? সূত্র জানাচ্ছে, সৃজিত মুখোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, উপল সেনগুপ্ত, জয় সরকার,  অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মতো বন্ধুরা সেই বিয়েতে হাজির থাকবেন।

প্রাক্তনরা আমন্ত্রিত না হলেও অনুপমের বিয়ের খবর শুনে শুভেচ্ছা জানিয়েছেন পিয়া চক্রবর্তী।

অন্যদিকে নতুন ওই হবুদম্পতি সাজপোশাকের দায়িত্বে আছেন লোপামুদ্রা। অনুষ্ঠানে অনুপম রায় পরবেন লোপামুদ্রা মিত্রের ডিজাইন করা পাঞ্জাবি। আর প্রশ্মিতা বেছে নিয়েছেন বেনারসি। এখন শুধু অপেক্ষা বিশেষ দিনটির।

আগামী ২ মার্চ রেজিস্ট্রি করেই বিয়ে সারবেন অনুপম ও প্রস্মিতা।

জনপ্রিয় সংবাদ

‘কৌশলগত বিরতি’র ইঙ্গিত মিলেছে

কবে থেকে অনুপমের সঙ্গে প্রস্মিতার প্রেম? বিয়েতে থাকবেন প্রাক্তনেরা? তালিকায় কারা?

০৩:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক

আপাতত নেট দুনিয়ায় তো বটেই টলিপাড়ার চর্চার বিষয় এখন একটাই। আর তা হলো অনুপম-প্রস্মিতার বিয়ে। আর এ বিষয়ে আলোচনা হবে নাই বা কেন, প্রাক্তন পিয়ার বিয়ের তিন মাসের মাথাতেই বিয়ে করতে চলেছেন অনুপম রায়। আর এই বিয়েতে গায়কের পাত্রীও যে গায়িকা।

রাজ চক্রবর্তীর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় গান গেয়ে প্রস্মিতা প্রথম আলোচনায় আসেন।  প্রস্মিতা ও অনুপম একসঙ্গে ‘হাইওয়ে’ সিনেমায় ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন।

এ ছাড়া প্রস্মিতার গাওয়া ‘সাজনা’ কিংবা ‘হতে পারে না’ গানগুলোও বেশ জনপ্রিয়।

এর আগে ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। বিয়ের ৬ বছর পর বিচ্ছেদের ঘোষণা দেন পিয়া ও অনুপম দম্পতি।

এরপর গত বছরের ২৭ নভেম্বর টালিউড অভিনেতা পরমব্রতকে বিয়ে করেন পিয়া চক্রবর্তী।

কবে থেকে অনুপমের সঙ্গে প্রেম? মুখ খুললেন হবু স্ত্রী প্রস্মিতা

পরিচয় কবে থেকে? এমন প্রশ্ন শুনেই প্রস্মিতা বললেন, “আমরা দুজনেই  তো গানের জগতের মানুষ। আমরা গানই গাই। তাই পেশাগতভাবে, সহকর্মী হিসেবে আমাদের অনেকদিন ধরেই পরিচয় আছে। কিন্তু সম্পর্ক বলতে তা প্রায় এক বছর হয়েছে।” প্রথমবার এক স্টুডিওতেই অনুপমের সঙ্গে দেখা হয়েছিল প্রস্মিতার। সেকথাও জানাতে ভোলেন নি তিনি।

অতিথি তালিকায় থাকছেন কারা?

আমন্ত্রণ কি পৌঁছেছে সবার কাছে? তাঁদের প্রাক্তনদের কাছেও? সূত্র জানাচ্ছে, সৃজিত মুখোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, উপল সেনগুপ্ত, জয় সরকার,  অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মতো বন্ধুরা সেই বিয়েতে হাজির থাকবেন।

প্রাক্তনরা আমন্ত্রিত না হলেও অনুপমের বিয়ের খবর শুনে শুভেচ্ছা জানিয়েছেন পিয়া চক্রবর্তী।

অন্যদিকে নতুন ওই হবুদম্পতি সাজপোশাকের দায়িত্বে আছেন লোপামুদ্রা। অনুষ্ঠানে অনুপম রায় পরবেন লোপামুদ্রা মিত্রের ডিজাইন করা পাঞ্জাবি। আর প্রশ্মিতা বেছে নিয়েছেন বেনারসি। এখন শুধু অপেক্ষা বিশেষ দিনটির।

আগামী ২ মার্চ রেজিস্ট্রি করেই বিয়ে সারবেন অনুপম ও প্রস্মিতা।