১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
জুলাইযোদ্ধাদের মৃত্যু ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সামান্তা শারমিন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২৪০ জন হাসপাতালে, মৃত্যু ১ রাজধানীর আবাসিক হোটেল থেকে জাতীয় পার্টির নেতার মরদেহ উদ্ধার জননিরাপত্তা নিশ্চিত করেই স্বাভাবিক জীবন চলবে: পুলিশকে নির্দেশ ডিএমপি কমিশনারের বরিশালে তিন ঘণ্টায় তিন লাশ, আতঙ্কে নগরী ও আশপাশের এলাকা এনসিপি নেত্রী জান্নাতারা রুমির মৃত্যু: সুরতহাল প্রতিবেদনে পুলিশের প্রাথমিক তথ্য ঢাকায় কয়েক মিনিটের ব্যবধানে তিন ককটেল বিস্ফোরণ, নারী পথচারী আহত ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার পুঁজিবাজারে সপ্তাহের সর্বনিম্ন লেনদেন জাতীয় পার্টি কি নির্বাচনে অংশ নিতে পারবে?

কারাগারে থাকসিনকে ড্রেন পরিষ্কারের দায়িত্ব, জানালেন কন্যা

পরিবারিক সাক্ষাৎ ও সমর্থকদের সমাবেশ

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে দেখতে বৃহস্পতিবার সকালে ক্লংপ্রেম সেন্ট্রাল কারাগারে যান তাঁর কন্যা পেউ থাই পার্টির নেতা পেতংটার্ন সিনাওয়াত্রা ও তাঁর স্বামী পিতাকা সুকসাওয়াত। সকাল ৮টা ৪০ মিনিটে পৌঁছানো এই সফর ছিল পরিবারের চতুর্থবারের সাক্ষাৎ, যেদিন থেকে ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট তাঁকে কারাদণ্ড কার্যকরের জন্য কারাগারে পাঠায়।

কারাগারের সামনে সিং বুরি প্রদেশ থেকে আসা লাল শার্টধারী সমর্থকেরা জড়ো হন। তাঁরা থাকসিনের গাওয়া গান স্পিকারে বাজান এবং কার্টুন প্রিন্ট করা লাল ছাতা নিয়ে উপস্থিত হন। দম্পতি সমর্থকদের দিকে এগিয়ে গিয়ে হাসিমুখে এবং ঐতিহ্যবাহী ‘ওয়াই’ ভঙ্গিতে শুভেচ্ছা জানান। সমর্থকেরা তাঁদের ধন্যবাদ জানান অব্যাহত সমর্থনের জন্য।

কারাগারের নিয়ম ও শাস্তির প্রেক্ষাপট

সুপ্রিম কোর্ট দুই বছর আগে ঘোষিত এক বছরের সাজা কার্যকর করে। আদালত রায় দেয়, বিলাসবহুল হাসপাতালের কক্ষে থাকসিনের ছয় মাসের অবস্থান তাঁর সাজা কার্যকরের শর্ত পূরণ করে না। ফলে তাঁকে কারাগারে পাঠানো হয়। ৭৬ বছর বয়সী এই ব্যবসায়ীকে ৯ সেপ্টেম্বর ব্যাংকক রিমান্ড কারাগারে পাঠানো হয় এবং পরদিন তাঁকে ক্লংপ্রেম সেন্ট্রাল কারাগারে স্থানান্তর করা হয়।

সাক্ষাৎ ও পারিবারিক যোগাযোগ

পেতংটার্ন সমর্থকদের বলেন, তিনি সপ্তাহে কেবল সোমবার ও বৃহস্পতিবার বাবাকে দেখতে পারেন। গত সোমবার অন্য ব্যস্ততায় তিনি যেতে পারেননি; তবে তাঁর স্বামী পিতাকা ও বোন পিনতংতা সিনাওয়াত্রা কুনাকর্নওং সেইদিন তাঁকে দেখতে যান।

সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, নাতি-নাতনিরা এখনো চিঠি পাঠায়নি। তবে শিগগিরই তারা ‘লাইন’ অ্যাপের মাধ্যমে ভিডিও কলে কথা বলার অনুমতি পাবে। এ বিষয়ে আইনজীবীর সঙ্গে সময় নির্ধারণ করতে হবে।

স্বাস্থ্য ও নতুন দায়িত্ব

প্রায় এক ঘণ্টা ভেতরে কাটানোর পর বাইরে এসে পেতংটার্ন বলেন, বাবার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি জানান, কারা কর্তৃপক্ষ তাঁর বাবাকে ড্রেন পরিষ্কারের কাজ তদারকির দায়িত্ব দিয়েছে।

কারা কর্তৃপক্ষের নিশ্চয়তা

কারা বিভাগের উপমুখপাত্র কানোকওয়ান জিউচুয়াফান নিশ্চিত করেন যে থাকসিন ক্লংপ্রেম কারাগারের প্রধানের সঙ্গে কথা বলেছেন এবং জনসেবামূলক কাজে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি সুযোগ পেলে ড্রেন পরিষ্কারের কাজে তদারকি করতে চান।

তবে কারা বিভাগের ২০২৩ সালের নির্দেশনা অনুযায়ী যেকোনো বন্দিকে জনসেবামূলক কাজে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে।

আদালতের সিদ্ধান্ত ও বর্তমান অবস্থা

সুপ্রিম কোর্ট থাকসিনের অসুস্থতার দাবি খারিজ করে। ২০২৩ সালের আগস্টে দেশে ফেরার পর থেকে ২০২৪ সালের শুরুর দিকে প্যারোলে মুক্তি পাওয়া পর্যন্ত তিনি পুলিশ জেনারেল হাসপাতালে ছিলেন। বর্তমানে তিনি নিয়মিত কারাগারের কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং শারীরিকভাবে স্থিতিশীল আছেন বলে পরিবার জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

জুলাইযোদ্ধাদের মৃত্যু ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সামান্তা শারমিন

কারাগারে থাকসিনকে ড্রেন পরিষ্কারের দায়িত্ব, জানালেন কন্যা

০৪:৩৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

পরিবারিক সাক্ষাৎ ও সমর্থকদের সমাবেশ

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে দেখতে বৃহস্পতিবার সকালে ক্লংপ্রেম সেন্ট্রাল কারাগারে যান তাঁর কন্যা পেউ থাই পার্টির নেতা পেতংটার্ন সিনাওয়াত্রা ও তাঁর স্বামী পিতাকা সুকসাওয়াত। সকাল ৮টা ৪০ মিনিটে পৌঁছানো এই সফর ছিল পরিবারের চতুর্থবারের সাক্ষাৎ, যেদিন থেকে ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট তাঁকে কারাদণ্ড কার্যকরের জন্য কারাগারে পাঠায়।

কারাগারের সামনে সিং বুরি প্রদেশ থেকে আসা লাল শার্টধারী সমর্থকেরা জড়ো হন। তাঁরা থাকসিনের গাওয়া গান স্পিকারে বাজান এবং কার্টুন প্রিন্ট করা লাল ছাতা নিয়ে উপস্থিত হন। দম্পতি সমর্থকদের দিকে এগিয়ে গিয়ে হাসিমুখে এবং ঐতিহ্যবাহী ‘ওয়াই’ ভঙ্গিতে শুভেচ্ছা জানান। সমর্থকেরা তাঁদের ধন্যবাদ জানান অব্যাহত সমর্থনের জন্য।

কারাগারের নিয়ম ও শাস্তির প্রেক্ষাপট

সুপ্রিম কোর্ট দুই বছর আগে ঘোষিত এক বছরের সাজা কার্যকর করে। আদালত রায় দেয়, বিলাসবহুল হাসপাতালের কক্ষে থাকসিনের ছয় মাসের অবস্থান তাঁর সাজা কার্যকরের শর্ত পূরণ করে না। ফলে তাঁকে কারাগারে পাঠানো হয়। ৭৬ বছর বয়সী এই ব্যবসায়ীকে ৯ সেপ্টেম্বর ব্যাংকক রিমান্ড কারাগারে পাঠানো হয় এবং পরদিন তাঁকে ক্লংপ্রেম সেন্ট্রাল কারাগারে স্থানান্তর করা হয়।

সাক্ষাৎ ও পারিবারিক যোগাযোগ

পেতংটার্ন সমর্থকদের বলেন, তিনি সপ্তাহে কেবল সোমবার ও বৃহস্পতিবার বাবাকে দেখতে পারেন। গত সোমবার অন্য ব্যস্ততায় তিনি যেতে পারেননি; তবে তাঁর স্বামী পিতাকা ও বোন পিনতংতা সিনাওয়াত্রা কুনাকর্নওং সেইদিন তাঁকে দেখতে যান।

সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, নাতি-নাতনিরা এখনো চিঠি পাঠায়নি। তবে শিগগিরই তারা ‘লাইন’ অ্যাপের মাধ্যমে ভিডিও কলে কথা বলার অনুমতি পাবে। এ বিষয়ে আইনজীবীর সঙ্গে সময় নির্ধারণ করতে হবে।

স্বাস্থ্য ও নতুন দায়িত্ব

প্রায় এক ঘণ্টা ভেতরে কাটানোর পর বাইরে এসে পেতংটার্ন বলেন, বাবার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি জানান, কারা কর্তৃপক্ষ তাঁর বাবাকে ড্রেন পরিষ্কারের কাজ তদারকির দায়িত্ব দিয়েছে।

কারা কর্তৃপক্ষের নিশ্চয়তা

কারা বিভাগের উপমুখপাত্র কানোকওয়ান জিউচুয়াফান নিশ্চিত করেন যে থাকসিন ক্লংপ্রেম কারাগারের প্রধানের সঙ্গে কথা বলেছেন এবং জনসেবামূলক কাজে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি সুযোগ পেলে ড্রেন পরিষ্কারের কাজে তদারকি করতে চান।

তবে কারা বিভাগের ২০২৩ সালের নির্দেশনা অনুযায়ী যেকোনো বন্দিকে জনসেবামূলক কাজে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে।

আদালতের সিদ্ধান্ত ও বর্তমান অবস্থা

সুপ্রিম কোর্ট থাকসিনের অসুস্থতার দাবি খারিজ করে। ২০২৩ সালের আগস্টে দেশে ফেরার পর থেকে ২০২৪ সালের শুরুর দিকে প্যারোলে মুক্তি পাওয়া পর্যন্ত তিনি পুলিশ জেনারেল হাসপাতালে ছিলেন। বর্তমানে তিনি নিয়মিত কারাগারের কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং শারীরিকভাবে স্থিতিশীল আছেন বলে পরিবার জানিয়েছে।