অবরোধ ও যানজটের পরিস্থিতি
গাজীপুরে সিএনজি চালিত অটোরিকশা চালকরা রবিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। তাদের দাবি ছিল যান চলাচলে স্বাধীনতা এবং পুলিশি হয়রানি, চাঁদাবাজি ও নানা অনিয়মের অবসান।
অবরোধ শুরু হয় সকাল প্রায় ১১টা ৪৫ মিনিটে গাজীপুরের নাওজোর এলাকায়। এ সময় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে। এ তথ্য জানান বাসন থানার ওসি মো. শাহীন খান।
চালকদের অভিযোগ
প্রতিবাদে অংশ নেওয়া চালকরা অভিযোগ করেন, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারা নিয়মিত হয়রানির শিকার হন।
একজন চালক বলেন, পুলিশ প্রায়ই অটোরিকশা থামিয়ে বেআইনিভাবে মামলা দেয় এবং অনেক ক্ষেত্রে ঘুষ দাবি করে। এ ধরনের অবিচারের প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি।

প্রশাসনের সঙ্গে আলোচনায় সমাধান
অবরোধের খবর পেয়ে পুলিশ ও পরিবহন নেতারা ঘটনাস্থলে পৌঁছে চালকদের সঙ্গে আলোচনা করেন। আলোচনার পর কর্তৃপক্ষ আশ্বাস দেয় যে তাদের দাবি বিবেচনা করা হবে। এরপর চালকেরা অবরোধ তুলে নেন।
জরিমানা ও ঘুষের অভিযোগ
চালকদের দাবি, পুলিশ প্রায়ই প্রতি গাড়িতে প্রায় আড়াই হাজার টাকা জরিমানা করে। যারা জরিমানা দিতে পারেন না, তাদের কাছ থেকে ঘুষ নেওয়া হয়। এমনকি গাজীপুরে নিবন্ধিত গাড়িগুলোও স্থানীয়ভাবে চলাচল করার সময় হয়রানির শিকার হয়।

প্রশাসনের উদ্যোগ
ওসি মো. শাহীন খান জানান, পরিবহন নেতারা ও প্রশাসনের কর্মকর্তারা এক বৈঠকে বসবেন। সেখানে চালকদের দাবিগুলো পর্যালোচনা করা হবে।
সারাক্ষণ রিপোর্ট 



















