দেশের নামকরা সাপ্লাই চেইন, প্রোকিউরমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট আর অপারেশনস পেশাজীবীরা একত্রিত হয় গ্লোবাল সোসাইটি ফর সাপ্লাই চেইন প্রফেশনালস (GSSCP) আয়োজিত, “Prelude to Synergy” শীর্ষক ব্যতিক্রম ভিত্তিক ফ্ল্যাগশিপ থট লিডারশিপ ওয়ার্কশপ সম্প্রতি অনুষ্ঠিত হয়।
এ যেন এক মিলনমেলা—যেখানে অভিজ্ঞতা, উদ্ভাবন আর সহযোগিতা মিলেমিশে তৈরি করলো নতুন এক গল্প।
দিনব্যাপী এই কর্মশালায় ছিল Keynote বক্তব্য, প্রাণবন্ত প্যানেল আলোচনা, বাস্তব কেস স্টাডি আর ইন্টারঅ্যাকটিভ সেশন। শুধু বক্তৃতা নয়—প্রতিটি সেশনে ছিল প্রাণবন্ত বিতর্ক, আইডিয়ার ঝলক, আর সমাধানের খোঁজ।
অংশগ্রহণকারীরা বলেন, “এখানে আসলে শিখছি শুধু না, বরং খুঁজে পাচ্ছি সহকর্মী আর ভবিষ্যতের সহযোগী।”
অনুষ্ঠানে স্বাক্ষরিত হয়েছে একাধিক সমঝোতা চুক্তি (MoU)। এ চুক্তিগুলো ভবিষ্যতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাপ্লাই চেইনকে করবে আরও গতিশীল, আরও উদ্ভাবনী।
GSSCP-র ফাউন্ডার প্রেসিডেন্ট ও নলেজবিজ সিইও, তানজিল আসলাম তার বক্তব্যে বলেন—“Prelude to Synergy আসলে একটা অনুপ্রেরণা। আমরা চাই সাপ্লাই চেইন আর প্রোডাক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালরা একসঙ্গে মিলে এমন এক পরিবেশ গড়ে তুলুক, যেখানে উদ্ভাবন, স্থিতিস্থাপকতা আর প্রবৃদ্ধি হাত ধরাধরি করে এগিয়ে যাবে উজ্জ্বল ভবিষ্যতের দ্বারপ্রান্তে ।”
শুধু কর্পোরেট নয়, মনকেও ছুঁয়ে যাওয়া বার্তা দেন অন্যান্য বক্তারা । নাইজুর রহমান , যিনি তার অনুপ্রেরণাদায়ী বক্তব্যে বলেন—“সাপ্লাই চেইন মানেই শুধু সংখ্যা নয়, এখানে আছে মানুষের গল্প, স্বপ্ন আর আবেগ। সেই আবেগকে কাজে লাগাতে পারলেই আসবে সাফল্য।”
যারা আলোচনায় নেতৃত্ব দেন নাইজুর রহমান – ফাউন্ডার, Mind Works, ড. মোহাম্মদ একরামুল ইসলাম – ট্রেজারার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়, তানজিল আসলাম – নলেজবিজ সিইও এবং ফাউন্ডার প্রেসিডেন্ট, GSSCP, মোহাম্মদ জিয়া উদ্দিন – সাপ্লাই ডিরেক্টর, বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্লাস্টার, Reckitt, ফয়সাল আলম – হেড অব ডিমান্ড অ্যান্ড সাপ্লাই প্ল্যানিং, নেসলে ফুড অ্যান্ড বেভারেজ, গোলাম সামদানি ডন – চিফ ইনস্পিরেশনাল অফিসার, Sumdany Facilitation & Consultancy.
বাংলাদেশের শিল্প ও ব্যবসায়িক পরিবেশ যখন দ্রুত বদলাচ্ছে, তখন এ ধরনের আয়োজন শুধু ওয়ার্কশপ নয়, বরং এক ধরনের বিপ্লবের সূচনা।
৫০ অধিক প্রতিষ্ঠানের ১০০ পেশাজীবী একত্রিত হয়ে বাংলাদেশ কিভাবে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও এগিয়ে যেতে পারে সে বিষয়ে মত বিনিময় করেন ।
দিনশেষে অংশগ্রহণকারীদের চোখেমুখে ঝলমল করছিল একটাই কথা—“Prelude to Synergy আমাদের নতুন পথ দেখিয়েছে।”
সারাক্ষণ রিপোর্ট 



















