মোহনগঞ্জে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, সংখ্যালঘুদের মধ্যে ফের আতঙ্ক
লিড: নেত্রকোনার মোহনগঞ্জে হিন্দু সম্প্রদায়ের দোকানি নারায়ণ পালকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার রাতে নিজ দোকানের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, আর স্থানীয় সংখ্যালঘুদের মধ্যে নতুন করে নিরাপত্তাহীনতার আশঙ্কা দেখা দিয়েছে।
সোমবার রাতে মোহনগঞ্জে নৃশংস হত্যাকাণ্ড
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার দক্ষিণ দৌলতপুর এলাকায় সোমবার রাতে এক দোকান মালিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নারায়ণ পাল (৪০)। তিনি উপজেলার রাউতপাড়া এলাকার নিরু পালের ছেলে এবং স্থানীয়ভাবে একজন হিন্দু মুদি দোকানি হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয়দের চোখে পড়ে দোকানের ভেতরে লাশ
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে এলাকার মানুষ নারায়ণ পালের মুদি দোকান ‘নারায়ণ স্টোর’-এর ভেতরে তার গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে তারা দ্রুত পুলিশে খবর দেন। দোকানটি মোহনগঞ্জ থানার মাত্র ১৫০ গজ দূরত্বে অবস্থিত বলে জানান স্থানীয়রা।
পুলিশের তৎপরতা ও প্রাথমিক তদন্ত
মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক
এ ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, গত এক বছরে এলাকায় একাধিক হামলা, চাঁদাবাজি ও ভয়ের ঘটনা ঘটেছে, যা সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। নারায়ণ পালের হত্যাকাণ্ড সেই আশঙ্কাকেই আরও গভীর করেছে।
এলাকায় শোক ও ক্ষোভ
একজন সজ্জন ও জনপ্রিয় ব্যবসায়ী হিসেবে এলাকায় নারায়ণ পাল পরিচিত ছিলেন। তার হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভও বিরাজ করছে। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে ঘটনার মূল রহস্য ও জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।
#ট্যাগ: নেত্রকোনা #মোহনগঞ্জ #নারায়ণ_পাল #হিন্দু_সম্প্রদায় #সংখ্যালঘু_নিরাপত্তা #হত্যাকাণ্ড #পুলিশ_তদন্ত #সারাক্ষণ_রিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 



















