০৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
ভবিষ্যতের হাঁটু সুরক্ষায় আজই প্রস্তুতি নিন, ছোট অভ্যাসেই বড় স্বস্তির পথ বীজের তেল নিয়ে ভয় কতটা সত্য, কতটা ভুল: বিজ্ঞান কী বলছে ডিজনির ইতিহাসে নতুন মাইলফলক অ্যানিমেশন দুনিয়ায় রেকর্ড গড়ল জুটোপিয়া টু চীনের কারখানায় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, আট মাসের মন্দা ভেঙে ডিসেম্বরে উৎপাদন বাড়ল তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া, সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানের বার্তা ধান রপ্তানিতে ভারতের আধিপত্য, নীরবে গভীর হচ্ছে পানির সংকট সিগারেটে নতুন করের ধাক্কা, ধসে ভারতের তামাক শেয়ার বাজার মার্কিন শ্রমবাজারে বছরের শেষে স্বস্তির ইঙ্গিত, তবে অনিশ্চয়তা কাটেনি সংযুক্ত আরব আমিরাতে হৃদ্‌রোগে প্রাণ গেল ১৭ বছরের ভারতীয় শিক্ষার্থীর, কোনো পূর্ববর্তী অসুস্থতার ইতিহাস ছিল না সুইজারল্যান্ডের ক্রাঁ-মন্তানায় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নতুন বছরের প্রথম প্রহরে বহু প্রাণহানির আশঙ্কা

প্রবাসী ভোটার; সুবিধাবাদী আমলারা

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নতুন নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রবাসে অবস্থানরত বাংলাদেশীরা স্বাভাবিকভাবেই খুব খুশি। আর এটা ছিল তাদের অনেক দিনের দাবি।

তবে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে ভীষণভাবে খুশি হয়েছে আরেকটি গোষ্ঠী। এরা বর্তমান নির্বাচন কমিশনের সদস্য এবং কর্মকর্তারা।

এই প্রবাসী ভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সদস্য- কর্মকর্তারা বিদেশ ভ্রমণের একটা মোক্ষম সুযোগ পেয়েছে। বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোট দেয়ার কার্যক্রম উদ্বোধনের নামে তারা এখন ভ্রমণ শুরু করেছেন।

গতকাল টিভির খবরে দেখলাম কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ ওয়াশিংটন ডিসিতে আমাদের দূতাবাসে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর মাত্র সপ্তাহ দেড়েক আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন কানাডায় যেয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন। আমি মোটামুটি নিশ্চিত ভোটের আগে কমিশনের কর্মকর্তা সদস্যরা আরও কয়েকটা দেশে যাবেন একই কাজ করতে।

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ...

প্রশ্ন হল এটা উদ্বোধন করতে এই কর্মকর্তা বা সদস্যদের বিদেশে যেতে হবে কেন? এটাতো এমন কোন ব্যাপার না যে তাদের স্বশরীরে উপস্থিত থাকতে হবে সেখানে। আজকাল তো সবকিছু ভার্চুয়ালি করা যায়, বিশেষ করে এরকম একটি অপ্রয়োজনীয় ব্যাপারে কেন তাদেরকে বিদেশে যেয়ে উদ্বোধনের নামে কোটি কোটি টাকা খরচা করতে হবে?

সপ্তাহ তিনেক আগে আমি একটা youtube ইন্টারভিউতে এই প্রশ্নটা তুলেছিলাম। ভেবেছিলাম আমার সাংবাদিক বন্ধুরা হয়তো এ ব্যাপারটি নিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন রাখবেন। অত্যন্ত দুঃখের বিষয় তারা এটি না করে, উল্টো কর্মকর্তারা যে বিদেশে যাচ্ছেন এটা শুধু রিপোর্ট করছেন। এতে যে জনগণের টাকা খরচ হচ্ছে সেটা কি সাংবাদিকরা জানে না? সাংবাদিকদের মূল কাজই হলো ক্ষমতাবানদের জবাবদিহিতা আদায় করা। কারণ এটা এই কর্মকর্তা বা নির্বাচন কমিশন সদস্যদের কারো ব্যক্তিগত টাকা না। এরা কেউ একা যাচ্ছে না; তাদের সঙ্গে নিশ্চয়ই তাদের অফিসিয়াল স্টাফ বা অন্যরা যাচ্ছে। এই টাকা কে দেবে বা কেন দেবে? এই প্রশ্নতো সাংবাদিকদের সবার আগে করা উচিত।

অন্তর্বর্তী সরকারের উচিত ছিল এটা বন্ধ করা। কিন্তু সেটা তারা করছে না। কারণ সরকার প্রধান মুহাম্মদ ইউনূস নিজেই কারণে-অকারণে বিদেশে যেয়ে বিশাল অংকের টাকা খরচ করছেন। আমি বেশ কয়েকবার লিখেছি এতে দেশ জনগণের কি মঙ্গল হচ্ছে সেটা আমরা কেউ জানিনা। কিন্তু তার ব্যক্তিগত লাভ হচ্ছে; সেই সঙ্গে তার সফর সঙ্গীদেরও। তিনি খুব দামি হোটেলে থাকছেন; বিশাল দলবল নিয়ে যাচ্ছেন এবং ফাস্ট ক্লাস, বিজনেস ক্লাসে ট্রাভেল করছেন।

নতুন সরকারের চ্যালেঞ্জ | বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সামনে ৫ চ্যালেঞ্জ

অতি সম্প্রতি তিনি লন্ডন সফরে যেয়ে অত্যন্ত দামি ডরচেষ্টার হোটেলে থাকেন। সেখানে এক রাতের ভাড়া হলো ১০ লক্ষ টাকা। এরপর নিউইয়র্কে যেয়ে তিনি গ্রান্ড হায়াত হোটেলের প্রেসিডেন্টসিয়াল স্যুটে থাকেন। ইন্টারনেট ঘেঁটে দেখলাম সেখানে ভাড়া প্রতি রাতে প্রায় 5000 ডলার অর্থাৎ 6 লক্ষ টাকার উপরে। তার এই বিলাসিতা দেখে আমার বারবার মনে হয় তিনি কি একবারও এই গরীব দেশ বা দেশের গরিব জনগণের কথা ভাবেন? অথচ এই গরিব লোকদের স্বার্থ দেখাই ছিল তার সবচেয়ে বড় অগ্রাধিকার। গ্রামীণ ব্যাংকের সৃষ্টি হয়েছিল তোর সে কারণেই।

তার এই নির্লজ্জ, সীমাহীন লোভের কারণেই আমলা বা উপদেষ্টারা এই সুযোগ নিচ্ছেন কোনরকম জবাবদিহিতা ছাড়াই।

একটা দেশের সরকার প্রধান যদি এই অনৈতিক কাজ করে রাষ্ট্রের টাকা এভাবে ব্যয় করেন, তবে তার তো কোন মোরাল রাইট নাই অন্যদেরকে এটা থেকে নিবৃত্ত করার।

আল্লাহ এই অভাগা দেশ এবং এর জনগণকে রক্ষা করুন।

( লেখাটি প্রখ্যাত সাংবাদিক আরশাদ মাহমুদ তার ফেসবুকে পোস্ট করেছেন। সেটাই পুরো অংশ এখানে প্রকাশ করা হলো)

জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতের হাঁটু সুরক্ষায় আজই প্রস্তুতি নিন, ছোট অভ্যাসেই বড় স্বস্তির পথ

প্রবাসী ভোটার; সুবিধাবাদী আমলারা

০৩:৪৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নতুন নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রবাসে অবস্থানরত বাংলাদেশীরা স্বাভাবিকভাবেই খুব খুশি। আর এটা ছিল তাদের অনেক দিনের দাবি।

তবে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে ভীষণভাবে খুশি হয়েছে আরেকটি গোষ্ঠী। এরা বর্তমান নির্বাচন কমিশনের সদস্য এবং কর্মকর্তারা।

এই প্রবাসী ভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সদস্য- কর্মকর্তারা বিদেশ ভ্রমণের একটা মোক্ষম সুযোগ পেয়েছে। বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোট দেয়ার কার্যক্রম উদ্বোধনের নামে তারা এখন ভ্রমণ শুরু করেছেন।

গতকাল টিভির খবরে দেখলাম কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ ওয়াশিংটন ডিসিতে আমাদের দূতাবাসে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর মাত্র সপ্তাহ দেড়েক আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন কানাডায় যেয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন। আমি মোটামুটি নিশ্চিত ভোটের আগে কমিশনের কর্মকর্তা সদস্যরা আরও কয়েকটা দেশে যাবেন একই কাজ করতে।

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ...

প্রশ্ন হল এটা উদ্বোধন করতে এই কর্মকর্তা বা সদস্যদের বিদেশে যেতে হবে কেন? এটাতো এমন কোন ব্যাপার না যে তাদের স্বশরীরে উপস্থিত থাকতে হবে সেখানে। আজকাল তো সবকিছু ভার্চুয়ালি করা যায়, বিশেষ করে এরকম একটি অপ্রয়োজনীয় ব্যাপারে কেন তাদেরকে বিদেশে যেয়ে উদ্বোধনের নামে কোটি কোটি টাকা খরচা করতে হবে?

সপ্তাহ তিনেক আগে আমি একটা youtube ইন্টারভিউতে এই প্রশ্নটা তুলেছিলাম। ভেবেছিলাম আমার সাংবাদিক বন্ধুরা হয়তো এ ব্যাপারটি নিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন রাখবেন। অত্যন্ত দুঃখের বিষয় তারা এটি না করে, উল্টো কর্মকর্তারা যে বিদেশে যাচ্ছেন এটা শুধু রিপোর্ট করছেন। এতে যে জনগণের টাকা খরচ হচ্ছে সেটা কি সাংবাদিকরা জানে না? সাংবাদিকদের মূল কাজই হলো ক্ষমতাবানদের জবাবদিহিতা আদায় করা। কারণ এটা এই কর্মকর্তা বা নির্বাচন কমিশন সদস্যদের কারো ব্যক্তিগত টাকা না। এরা কেউ একা যাচ্ছে না; তাদের সঙ্গে নিশ্চয়ই তাদের অফিসিয়াল স্টাফ বা অন্যরা যাচ্ছে। এই টাকা কে দেবে বা কেন দেবে? এই প্রশ্নতো সাংবাদিকদের সবার আগে করা উচিত।

অন্তর্বর্তী সরকারের উচিত ছিল এটা বন্ধ করা। কিন্তু সেটা তারা করছে না। কারণ সরকার প্রধান মুহাম্মদ ইউনূস নিজেই কারণে-অকারণে বিদেশে যেয়ে বিশাল অংকের টাকা খরচ করছেন। আমি বেশ কয়েকবার লিখেছি এতে দেশ জনগণের কি মঙ্গল হচ্ছে সেটা আমরা কেউ জানিনা। কিন্তু তার ব্যক্তিগত লাভ হচ্ছে; সেই সঙ্গে তার সফর সঙ্গীদেরও। তিনি খুব দামি হোটেলে থাকছেন; বিশাল দলবল নিয়ে যাচ্ছেন এবং ফাস্ট ক্লাস, বিজনেস ক্লাসে ট্রাভেল করছেন।

নতুন সরকারের চ্যালেঞ্জ | বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সামনে ৫ চ্যালেঞ্জ

অতি সম্প্রতি তিনি লন্ডন সফরে যেয়ে অত্যন্ত দামি ডরচেষ্টার হোটেলে থাকেন। সেখানে এক রাতের ভাড়া হলো ১০ লক্ষ টাকা। এরপর নিউইয়র্কে যেয়ে তিনি গ্রান্ড হায়াত হোটেলের প্রেসিডেন্টসিয়াল স্যুটে থাকেন। ইন্টারনেট ঘেঁটে দেখলাম সেখানে ভাড়া প্রতি রাতে প্রায় 5000 ডলার অর্থাৎ 6 লক্ষ টাকার উপরে। তার এই বিলাসিতা দেখে আমার বারবার মনে হয় তিনি কি একবারও এই গরীব দেশ বা দেশের গরিব জনগণের কথা ভাবেন? অথচ এই গরিব লোকদের স্বার্থ দেখাই ছিল তার সবচেয়ে বড় অগ্রাধিকার। গ্রামীণ ব্যাংকের সৃষ্টি হয়েছিল তোর সে কারণেই।

তার এই নির্লজ্জ, সীমাহীন লোভের কারণেই আমলা বা উপদেষ্টারা এই সুযোগ নিচ্ছেন কোনরকম জবাবদিহিতা ছাড়াই।

একটা দেশের সরকার প্রধান যদি এই অনৈতিক কাজ করে রাষ্ট্রের টাকা এভাবে ব্যয় করেন, তবে তার তো কোন মোরাল রাইট নাই অন্যদেরকে এটা থেকে নিবৃত্ত করার।

আল্লাহ এই অভাগা দেশ এবং এর জনগণকে রক্ষা করুন।

( লেখাটি প্রখ্যাত সাংবাদিক আরশাদ মাহমুদ তার ফেসবুকে পোস্ট করেছেন। সেটাই পুরো অংশ এখানে প্রকাশ করা হলো)