০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
“খাঁচায় বন্দি বানর” — প্রতীক না প্রতিবাদ? “আরব-মুসলিম বিশ্ব ও ইসরায়েলের জন্য মহান দিন”— চমকহীন কাহিনি ও কৃত্রিম বৈচিত্র্য—‘ট্রন: অ্যারিস’ কি সত্যিই রক্ষা করতে পারবে ক্লাসিক সিরিজকে? ইউরোপে নতুন যুগের সূচনা — পাসপোর্টে সিল নয়, এবার বায়োমেট্রিক চেকেই প্রবেশ ও প্রস্থান ছেলেদের বেড়ে ওঠা ও মায়ের উপলব্ধি — এক শিক্ষণীয় অভিজ্ঞতা বিপন্ন ইল মাছ রক্ষায় বৈশ্বিক উদ্যোগের আহ্বান: কানাডাসহ ১৮৫ দেশের করণীয় ডলার আস্থাহীনতার মাঝে রেকর্ড দামে স্বর্ণ ও বিটকয়েন নিলামে কেনা ডলার—বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে অর্থনীতির ভারসাম্য না অস্থিরতা? ১১ হাজার বছর আগের টরন্টোর হরিণের বরফযুগের রহস্যভেদ: বিজ্ঞানীদের নতুন আবিষ্কার ‘টিট-ফর-ট্যাট’ প্রতিক্রিয়া? কেন চীন নতুন নিষেধাজ্ঞা ও রপ্তানি নিয়ন্ত্রণের ময়দান ছুড়ে দিল

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১০৫)

বিখ্যাত কবি শামসুর রহমানের পিতা মুখলেসুর রহমান চৌধুরী ও চাচা আরিফুর রহমান চৌধুরী এবং কাদের সর্দারের ভাই মির্জা ফকির মোহাম্মদ।

সমাজের যে ভবিষ্যত রূপ আজ বাংলাদেশের জনসাধারণ প্রত্যক্ষ করছেন সেখানে সকল সমনাধিকারের ভিত্তিতে রাষ্ট্রীয়, অর্থনৈতিক ও সংস্কৃতির জীবন গঠিত হবে এবং উন্নয়ন ও পরিপূর্ণতার সাধারণ লক্ষ্যে উপনীত হবার প্রয়াসে সকলে অংশগ্রহণ করবেন।”

বঙ্গবন্ধুর মতো তাঁর জীবন আত্মত্যাগে পূর্ণ ও ট্র্যাজিক। বঙ্গবন্ধুর মতো কখনও তিনিও জনগণের আন্দোলন থেকে বিচাক হননি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর তাঁকে ক্ষমতায় অধিছিৎ হওয়ার কথা বলা হলেও তিনি তা অস্বীকার করেন এবং ঘাতকদের হাতে প্রাণ দেন। শুধু তাই নয় বনি ও তাঁর নিজের দল থেকেও খালা সম্মানে বঞ্চিত হয়েছেন।

সরদার ফজলুল করিম লিখেছিলেন “বুদ্ধিমানরা। ইতিহাসের সঙ্গে যায়। নির্বোধকে ইতিহাস টেনে নেয়। তাজউদ্দীন আহমদ ছিলেন আমাদের সমকালীন সাথীদের অন্যতম সেই ব্যক্তি, যিনি ইতিহাসের গতিপথকে সচেতনভাবে অনুসরণ করেছেন। যিনি ইতিহাসের সঙ্গে গেছেন।”

তাজমহল

ঢাকার আরেকটি পুরনো সিনেমার হল. তাজমহল। আমরা অধিকাংশই জানি না, এর মালিক ছিলেন বিখ্যাত কবি শামসুর রহমানের পিতা মুখলেসুর রহমান চৌধুরী ও চাচা আরিফুর রহমান চৌধুরী এবং কাদের সর্দারের ভাই মির্জা ফকির মোহাম্মদ। তাজমহলও একসময় চলু সিনেমা হল ছিল। মুখলেসুর রহমান নারায়ণগঞ্জের বাণী সিনেমারও মালিক ছিলেন। পরে এর নাম হয়। ডায়মন্ড সিনেমা।

(চলবে)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১০৪)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১০৪)

জনপ্রিয় সংবাদ

“খাঁচায় বন্দি বানর” — প্রতীক না প্রতিবাদ?

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১০৫)

০৭:০০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

বিখ্যাত কবি শামসুর রহমানের পিতা মুখলেসুর রহমান চৌধুরী ও চাচা আরিফুর রহমান চৌধুরী এবং কাদের সর্দারের ভাই মির্জা ফকির মোহাম্মদ।

সমাজের যে ভবিষ্যত রূপ আজ বাংলাদেশের জনসাধারণ প্রত্যক্ষ করছেন সেখানে সকল সমনাধিকারের ভিত্তিতে রাষ্ট্রীয়, অর্থনৈতিক ও সংস্কৃতির জীবন গঠিত হবে এবং উন্নয়ন ও পরিপূর্ণতার সাধারণ লক্ষ্যে উপনীত হবার প্রয়াসে সকলে অংশগ্রহণ করবেন।”

বঙ্গবন্ধুর মতো তাঁর জীবন আত্মত্যাগে পূর্ণ ও ট্র্যাজিক। বঙ্গবন্ধুর মতো কখনও তিনিও জনগণের আন্দোলন থেকে বিচাক হননি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর তাঁকে ক্ষমতায় অধিছিৎ হওয়ার কথা বলা হলেও তিনি তা অস্বীকার করেন এবং ঘাতকদের হাতে প্রাণ দেন। শুধু তাই নয় বনি ও তাঁর নিজের দল থেকেও খালা সম্মানে বঞ্চিত হয়েছেন।

সরদার ফজলুল করিম লিখেছিলেন “বুদ্ধিমানরা। ইতিহাসের সঙ্গে যায়। নির্বোধকে ইতিহাস টেনে নেয়। তাজউদ্দীন আহমদ ছিলেন আমাদের সমকালীন সাথীদের অন্যতম সেই ব্যক্তি, যিনি ইতিহাসের গতিপথকে সচেতনভাবে অনুসরণ করেছেন। যিনি ইতিহাসের সঙ্গে গেছেন।”

তাজমহল

ঢাকার আরেকটি পুরনো সিনেমার হল. তাজমহল। আমরা অধিকাংশই জানি না, এর মালিক ছিলেন বিখ্যাত কবি শামসুর রহমানের পিতা মুখলেসুর রহমান চৌধুরী ও চাচা আরিফুর রহমান চৌধুরী এবং কাদের সর্দারের ভাই মির্জা ফকির মোহাম্মদ। তাজমহলও একসময় চলু সিনেমা হল ছিল। মুখলেসুর রহমান নারায়ণগঞ্জের বাণী সিনেমারও মালিক ছিলেন। পরে এর নাম হয়। ডায়মন্ড সিনেমা।

(চলবে)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১০৪)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১০৪)