নিজস্ব প্রতিবেদক
প্রচন্ড তাপপ্রবাহের কারণে বিএনপির ২৬ এপ্রিলের সমাবেশ স্থগিত করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সমাবেশের আয়োজক ছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে আগামী ২৬ এপ্রিল নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে তাদের সমাবেশ করার কথা ছিল।
বৈঠকে বলা হয়েছে, সমাবেশের পরবর্তী তারিখ নির্ধারণের পর জানানো হবে।
Sarakhon Report 



















