নাইজেরিয়া যুক্তরাষ্ট্রের সাহায্যকে স্বাগত জানায় ‘সন্ত্রাসবিরোধী লড়াইয়ে’, ট্রাম্পের হুমকির পর
আল জাজিরা,

নাইজেরিয়া জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য নিতে প্রস্তুত — তবে শর্ত হলো দেশের ভূখণ্ডের সার্বভৌমত্ব যেন সম্মান করা হয়।
এই মন্তব্য আসে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন যে, নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর “নির্যাতনের” অভিযোগে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে।
শনিবার এক সামাজিক মাধ্যম পোস্টে ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন নাইজেরিয়ায় দ্রুত সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিতে, যদি দেশটি “খ্রিস্টান হত্যাকাণ্ড” বন্ধে ব্যর্থ হয়।
রবিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাইজেরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ড্যানিয়েল বওয়ালা বলেন,
“আমরা যুক্তরাষ্ট্রের সাহায্যকে স্বাগত জানাব, যতক্ষণ তারা আমাদের ভূখণ্ডের অখণ্ডতাকে স্বীকার করে।”
তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, যখন দুই দেশের নেতারা বসবেন, তখন সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আরও ভালো ফল আসবে।”
চীনের নতুন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রকে ‘সতর্কবার্তা’ দিচ্ছে আকাশ নিয়ন্ত্রণে
সাউথ চায়না মর্নিং পোস্ট ,

চীনের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্পে বড় ধরনের অগ্রগতি দেখা গেছে। প্রথমবার জনসম্মুখে প্রদর্শনের মাত্র ১০ মাসের মধ্যেই নতুন আপডেটেড প্রোটোটাইপগুলো আকাশে উড়তে দেখা গেছে।
এটি ইঙ্গিত দেয় যে, চীন দ্রুত অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আকাশে আধিপত্যের প্রতিযোগিতায়।
মঙ্গলবার থেকে চীনা সামাজিক মাধ্যমে ঘুরছে কিছু ছবি, যেখানে দেখা গেছে চেংদু এয়ারক্রাফট করপোরেশন-এর নতুন যুদ্ধবিমান, যেটির লেজবিহীন এবং তিন ইঞ্জিনের নকশা রয়েছে, তা পরীক্ষামূলক উড্ডয়ন করছে।
এই বিমানটিকে ‘J-36’ নামে অনানুষ্ঠানিকভাবে ডাকা হচ্ছে। ধারণা করা হচ্ছে এটি দ্বিতীয় প্রোটোটাইপ, যেখানে আগের সংস্করণের তুলনায় বড় পরিবর্তন এসেছে — যেমন নতুন কোণাকৃতির এক্সহস্ট নোজল, যা আগের মডেলের ভিতরে ঢোকানো নোজলের জায়গায় বসানো হয়েছে।
এই নোজলের আকার অনেকটা যুক্তরাষ্ট্রের F-22 র্যাপ্টর বিমানের টু-ডাইমেনশনাল থ্রাস্ট ভেক্টরিং এক্সহস্ট-এর মতো।
ডনকাস্টার থেকে লন্ডনের ট্রেনে গণ–ছুরিকাঘাত: যা জানা গেছে
বিবিসি নিউজ,
শনিবার রাতে ডনকাস্টার থেকে লন্ডনগামী ট্রেনে ভয়াবহ গণ-ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
এতে ১১ জন আহত হয়েছেন এবং সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
দুইজন ব্রিটিশ নাগরিক (ত্রিশের কোঠায়)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জানিয়েছে, এটি সন্ত্রাসী হামলা নয় — এমন কোনো প্রমাণ মেলেনি।
সাক্ষীরা জানিয়েছেন, একজন ছুরি হাতে থাকা ব্যক্তিকে পুলিশ টেজার (বিদ্যুৎ শক অস্ত্র) দিয়ে কাবু করে।
প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টার্মার বলেন, এই হামলা “ভয়াবহ” ও “গভীরভাবে উদ্বেগজনক”।
ঘটনাটি ঘটে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬:২৫ GMT-এ, লন্ডন নর্থ ইস্টার্ন রেলওয়ে (LNER)-এর ট্রেনে, যা ডনকাস্টার (সাউথ ইয়র্কশায়ার) থেকে লন্ডনের কিংস ক্রস স্টেশন-এর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল।
যাত্রীরা জানান, ট্রেনটি পিটারবোরো (ক্যামব্রিজশায়ার) অতিক্রম করার পর এক ব্যক্তি হঠাৎ ছুরি বের করে মানুষকে আঘাত করতে শুরু করে।
ক্যামব্রিজশায়ার পুলিশ সন্ধ্যা ৭:৩৯-এ যাত্রীদের কাছ থেকে প্রথম কল পায়, আর ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ (BTP)-কে জানানো হয় ৭:৪২-এ।
সারাক্ষণ ডেস্ক 



















