পাকিস্তান ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি জানিয়েছেন, তিনি অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছেন শুধুমাত্র মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে আলোচনার পর। রিজওয়ান স্বেচ্ছায় নেতৃত্বের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা আফ্রিদি প্রকাশ্যে প্রথমবারের মতো জানালেন।
রিজওয়ানের সঙ্গে আলোচনা শেষে অধিনায়কত্ব গ্রহণ
রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফ্রিদি বলেন, “আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে এই দায়িত্ব নিয়েছি রিজওয়ানের সঙ্গে কথা বলেই। রিজওয়ানই ছিলেন একমাত্র ব্যক্তি যার সঙ্গে আমি এই বিষয়ে আলোচনা করেছি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আমার অধিনায়ক হওয়া নিয়ে তার অনুভূতি কী। রিজওয়ান একজন ভালো মানুষ, এবং তিনি নিজেই জায়গা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এভাবেই বিষয়টি সমাধান হয়।”
আগের অধিনায়কত্বের অভিজ্ঞতা

এর আগে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর বাবর আজমের পদত্যাগের পর আফ্রিদি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব নিয়েছিলেন। তবে মাত্র এক সিরিজ—নিউজিল্যান্ডের বিপক্ষে—নেতৃত্ব দেওয়ার পর তাকে সরিয়ে আবার বাবরকে দায়িত্ব দেওয়া হয়। এই অভিজ্ঞতা নিয়ে আফ্রিদি বলেন, তিনি অতীত নিয়ে চিন্তা না করে দলগত উন্নতির ওপর জোর দিচ্ছেন।
দলগত দায়িত্ব ও নেতৃত্বের দর্শন
২৫ বছর বয়সী এই পেসার জানান, তিনি অহংকারবোধ থেকে মুক্ত থেকে দলকে নেতৃত্ব দিতে চান। “আমার কোনো অহংকার নেই। আমি পরামর্শের জন্য সবাইকে সঙ্গে কথা বলি—এমনকি আমাদের সাবেক অধিনায়ককেও। একজন বা দুইজন খেলোয়াড় নয়, গোটা দলকেই দায়িত্ব নিতে হবে যদি আমরা উন্নতি করতে চাই,” বলেন আফ্রিদি।
তিনি আরও বলেন, “সবাই ভাবতে পারে যে বাবর, রিজওয়ান বা ফখর একাই সব করবে, কিন্তু ক্রিকেট একটি দলগত খেলা। সবাইকে অবদান রাখতে হবে।”

রিজওয়ানকে প্রশংসা ও অন্যদের প্রতি সমর্থন
রিজওয়ানের পারফরম্যান্সের প্রশংসা করে আফ্রিদি বলেন, “রিজওয়ান ২০২৩ সাল থেকে পাকিস্তানের একদিনের ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহক। যারা ফর্মে নেই, তাদের পাশে থেকে আত্মবিশ্বাস জোগানো আমাদের দায়িত্ব। ভবিষ্যতের ম্যাচগুলোতে তারা ভালো করবে বলে আমরা আশাবাদী।”
বাবর আজমকে নিয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন: “বাবর এক-দুটি ম্যাচে হয়তো ব্যর্থ হতে পারে, কিন্তু সে দারুণ ছন্দে আছে। আমি আশা করছি সে শিগগিরই শতক হাঁকাবে।”
ভবিষ্যৎ লক্ষ্য: ২০২৭ বিশ্বকাপ
যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো তার অধিনায়কত্বের মেয়াদ নির্ধারণ করেনি, শাহীন আফ্রিদি জানিয়েছেন, তিনি দীর্ঘমেয়াদে দলকে নেতৃত্ব দিতে চান। তার লক্ষ্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া।
#ক্রিকেট #পাকিস্তান #শাহীনআফ্রিদি #মোহাম্মদরিজওয়ান #বাবরআজম
সারাক্ষণ রিপোর্ট 



















