১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

মালায়লম তারকা দীপক-অর্পণার বিয়ে

  • Sarakhon Report
  • ১০:০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • 60

সারাক্ষণ ডেস্ক

মালায়লম তারকা দীপক পারাম্বর ও অপর্ণা দাস  বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। বহুল আলোচিত এই জুটি কেরালার একটি  মন্দিরে আজ  বিয়ে করেছেন ।
বিয়ের ছবিতে অপর্ণা পরেছিলেন ঐতিহ্যবাহী কাসাভু শাড়ি, সঙ্গে সবুজ ব্লাউজ ও দীপককে দেখা যায় সিল্ক ধুতিতে।

এই তারকা জুটি বেশ কয়েক বছর ধরেই প্রেম করছিলেন। বিয়ের পর গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে  দুজনেই তাদের অনুভুতি প্রকাশ করেন।

‘মালাবার্দি আর্টস ক্লাব’ দিয়ে ২০১০ সালে সিনেমায় অভিষেক হয় দীপকের । এরপর এই অভিনেতাকে  ‘থিরা’, ‘ক্যাপ্টেন’, ‘বি টেক’ ‘থাত্তাথিন মারাইয়াথা’,সহ আলোচিত মালায়লম সিনেমায় অভিনয় করতে দেখা গেছে ।

অপর্ণা অভিনয়ে তুলনামূলকভাবে নতুন। ২০১৮ সালে ‘নিজান প্রাকশন’ দিয়ে চলচ্চিত্র অভিষেক হয় তার ।

এই অভিনেত্রী  তামিল, মালায়লমসহ আরও বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন । তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে  শ্রীবালা’, সেক্রেট হোম’,‘দাদা’, ‘ ‘আনন্দ  ইত্যাদি।

 

মালায়লম তারকা দীপক-অর্পণার বিয়ে

১০:০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

সারাক্ষণ ডেস্ক

মালায়লম তারকা দীপক পারাম্বর ও অপর্ণা দাস  বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। বহুল আলোচিত এই জুটি কেরালার একটি  মন্দিরে আজ  বিয়ে করেছেন ।
বিয়ের ছবিতে অপর্ণা পরেছিলেন ঐতিহ্যবাহী কাসাভু শাড়ি, সঙ্গে সবুজ ব্লাউজ ও দীপককে দেখা যায় সিল্ক ধুতিতে।

এই তারকা জুটি বেশ কয়েক বছর ধরেই প্রেম করছিলেন। বিয়ের পর গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে  দুজনেই তাদের অনুভুতি প্রকাশ করেন।

‘মালাবার্দি আর্টস ক্লাব’ দিয়ে ২০১০ সালে সিনেমায় অভিষেক হয় দীপকের । এরপর এই অভিনেতাকে  ‘থিরা’, ‘ক্যাপ্টেন’, ‘বি টেক’ ‘থাত্তাথিন মারাইয়াথা’,সহ আলোচিত মালায়লম সিনেমায় অভিনয় করতে দেখা গেছে ।

অপর্ণা অভিনয়ে তুলনামূলকভাবে নতুন। ২০১৮ সালে ‘নিজান প্রাকশন’ দিয়ে চলচ্চিত্র অভিষেক হয় তার ।

এই অভিনেত্রী  তামিল, মালায়লমসহ আরও বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন । তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে  শ্রীবালা’, সেক্রেট হোম’,‘দাদা’, ‘ ‘আনন্দ  ইত্যাদি।