জাতীয় নির্বাচন আয়োজনের আগে দেশে প্রথমে গণভোট করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেন, গণভোট ছাড়া জাতীয় নির্বাচনে যাওয়া সম্ভব নয়।
সমাবেশে বক্তব্য
শুক্রবার, ১৪ নভেম্বর সকালে নোয়াখালীর পৌরবাজারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন এটিএম মাসুম। সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জুলাই সনদ ও গণভোটের দাবি
এটিএম মাসুম বলেন, জুলাই সনদের ভিত্তিতে জনগণ একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। জামায়াত এই সনদকে গণভোটের মাধ্যমে সাংবিধানিক মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে।
তার মতে, জনগণের এই প্রত্যাশাকে সংবিধানের অংশ না করলে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা কঠিন।
কুচক্রী মহলের বাধা অভিযোগ
তিনি অভিযোগ করেন, কিছু কুচক্রী মহল দেশকে সঠিক পথে চলতে দেবে না।
তার ভাষায়, আন্দোলন শুরুর সময় অনেকেই বলেছিল—এ ধরনের দাবি আলোচনা টেবিলে সমাধান করার বিষয়, রাস্তায় নয়। কিন্তু প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রমাণ করেছে, রাজপথের আন্দোলন যৌক্তিকই ছিল।
আন্দোলনের কারণ ও ৫ দফা দাবি
জামায়াত নেতা বলেন, পরিস্থিতি বুঝে তারা আগেই আন্দোলন শুরু করেন এবং তাদের সঙ্গে আরও কয়েকটি ইসলামি দল যুক্ত হয়। তাদের ৫ দফা দাবি হলো—
১. জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা ও সাংবিধানিক মর্যাদা দেওয়া
২. গণভোটের মাধ্যমে সনদকে জাতীয় উন্নয়নের প্রধান নীতি হিসেবে প্রতিষ্ঠা করা
৩. নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
৪. বিগত স্বৈরশাসকের বিচার নিশ্চিত করা
৫. যাতে ভবিষ্যতে নতুন কোনো স্বৈরশাসক তৈরি হতে না পারে—সেজন্য স্বাধীন ক্ষমতাসম্পন্ন নির্বাচন পরিষদ গঠন
এটিএম মাসুম দাবি করেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ এই দাবির পক্ষে রয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 


















