রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ একদিনের ম্যাচে ছয় উইকেটে জিতে পাকিস্তান ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে। স্বাভাবিক ও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৩২ বল হাতে রেখে জয় পায় স্বাগতিকরা। তিন ম্যাচেই নানা দিক থেকে আধিপত্য দেখিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের অনায়াস জয়
মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ৬১ এবং ফখর জামান ৫৫ রানের ইনিংস খেলেন। টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি করতে সক্ষম হন দুজনই। ৪৪.৪ ওভারে ২১৫-৪ স্কোর করে লক্ষ্য ছোঁয় পাকিস্তান।
এর আগে শ্রীলঙ্কা দ্রুত শুরু করেও ৪৫.২ ওভারে ২১১ রানে গুটিয়ে যায়। টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।
প্রথম ম্যাচে পাকিস্তান জিতেছিল ৬ রানে। দ্বিতীয় ম্যাচে দীর্ঘ দুই বছরের বেশি সময় পর আন্তর্জাতিক শতক করা বাবর আজমের ব্যাটে আসে ৮ উইকেটের দাপুটে জয়। জ্বরে ভুগে দ্বিতীয় ম্যাচে না খেললেও শেষ ম্যাচে ফিরে দলকে নেতৃত্ব দেন আফ্রিদি।
আফ্রিদির ভাষ্য
“৩-০ জয় সবসময়ই আনন্দের,” বলেন আফ্রিদি। “বাবর ও রিজওয়ানের মতো সিনিয়ররা আমাদের দলের মেরুদণ্ড—পুরো সিরিজেই সেটি প্রমাণ করেছেন।”
লক্ষ্য তাড়া: ফখর-রিজওয়ানের দাপট
ডেবিউ ম্যাচে হাসিবুল্লাহ খান ১২ বলে শূন্য রানে আউট হলেও আগের ম্যাচে ৭৮ রান করা ফখর আবারও ছন্দে থাকেন। বাবর আজমকে নিয়ে ৭৬ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। কনিষ্ঠ পেসাররা শিশিরে বল ধরতে না পেরে শ্রীলঙ্কা শুরুতেই চাপে পড়ে।

দুশমান্থা চামিরা ও আসিথা ফার্নান্দোকে বিশ্রাম দেওয়ায় শ্রীলঙ্কার দ্বিতীয় সারির পেসার ইশান মালিঙ্গা ও প্রমোদ মাদুশান ১৮ ওভারে ১০০ রান খরচ করেও উইকেট পাননি।
৩৯ বলে ৭ চার মেরে ফিফটি করেন ফখর। তবে লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসে (৩-৪২) মাঝের ওভারে পাক ব্যাটিংয়ে ধাক্কা দেন—ফখরকে ক্যাচ করিয়ে, বাবরকে বোল্ড করে এবং রিভিউতে সালমান আলী আঘাকে এলবিডব্লিউ আউট করে পাকিস্তানকে ২৫তম ওভারে ১১৫-৪ এ নামিয়ে আনেন।
তবে রিজওয়ান, নিজের ১০০তম ওয়ানডে ম্যাচে, হুসাইন তালাতকে সঙ্গে নিয়ে শতরানের জুটি গড়ে দলকে জয় নিশ্চিত করেন। তালাত অপরাজিত থাকেন ৪২ রানে।
==============================
শ্রীলঙ্কার ইনিংস: ভালো শুরুর পর ধস
ডেবিউ করা কামিল মিশরা (২৯) ও পাথুম নিসাঙ্কা (২৪) ৫৫ রানের ওপেনিং জুটি গড়লেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানের হাতে চলে যায়। হারিস রউফ (২-৩৮) ছোট বল খেলতে গিয়ে নিসাঙ্কাকে বোল্ড করেন। মোহাম্মদ ওয়াসিম (৩-৪৭) মিশরাকে ক্যাচ করান রিজওয়ানের হাতে।
অস্থায়ী অধিনায়ক কুশল মেন্ডিস ৩৪ রানে বোল্ড হন। সর্বোচ্চ ৪৮ রান করেন সাদীরা সামারাউইকরামা, যাকে আউট করেন বাঁহাতি রিস্টস্পিনার ফয়সাল আকরাম (২-৪২)। প্রায় এক বছর পর দলে ফিরে কাজে লাগান এ সুযোগকে। এবরার আহমেদকে বিশ্রাম দেওয়া হয় এ ম্যাচে।
শেষ দিকে নবাগত পাভান রাথনায়েকে ৩৭ বলে ৩২ রানে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে রানআউট হয়ে শেষ উইকেটে পরিণত হন তিনিই। সিরিজে শ্রীলঙ্কার সর্বনিম্ন সংগ্রহই ছিল এ ইনিংস।
মেন্ডিস বলেন
“আমাদের শীর্ষ পাঁচ ব্যাটার শুরু করেও লম্বা ইনিংস খেলতে পারেনি—এটাই সবচেয়ে বড় ভুল,” স্বীকার করেন মেন্ডিস। “ভ্যান্ডারসে অসাধারণ বোলিং করেছে, যা আমাদের আশা জাগিয়েছিল।”

আগামী ম্যাচ ও প্রেক্ষাপট
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে জিম্বাবুয়ে যুক্ত হয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-২০ সিরিজ। মঙ্গলবার পাকিস্তান মুখোমুখি হবে জিম্বাবুয়ের।
প্রথম ওয়ানডের আগের দিন ইসলামাবাদের এক আদালতের সামনে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হওয়ায় সিরিজ নিয়ে কিছুটা আশঙ্কা তৈরি হয়েছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিরাপত্তা নিশ্চিতকরণের পর শ্রীলঙ্কা ক্রিকেট দলকে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়।
#Sports #Cricket #PakistanVsSriLanka #ODISeries #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 



















