গাজীপুরের টঙ্গী বাজারের বস্তাপট্টি এলাকায় ভোররাতে ভয়াবহ আগুনে পাটের বস্তা রাখার পাঁচটি গুদামের মালামাল পুড়ে গেছে।
কীভাবে আগুন ছড়ায়
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহিন আলম জানান, মঙ্গলবার ভোরে একটি গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশের অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে।
দমকলের তৎপরতা

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত ক্ষয়ক্ষতি
গুদামগুলোর পাশের একটি মসজিদের একটি এসি ইউনিটও আগুনে নষ্ট হয়ে গেছে।
কারণ ও ক্ষতি—অজানা
আগুনের কারণ এবং মোট ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
#গাজীপুর #অগ্নিকাণ্ড #টঙ্গী #পাটেরবস্তা #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 



















