দেশজুড়ে অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত চলা বিশেষ অভিযানে দেশজুড়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মোট ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে বিদেশি তৈরি রিভলভার ও পিস্তল।
বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ

মঙ্গলবার দুপুরে পুলিশের সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, এসব অভিযানে প্রায় ৩০.৫ কেজি গানপাউডার, একাধিক গুলি ও কয়েকটি দেশীয়ভাবে তৈরি বিস্ফোরক (কাঁচা বোমা) উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ১,৬৪৯ জন
একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১,৬৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযান চলবে
পুলিশ সদর দপ্তর জানায়, অবৈধ অস্ত্র, বিস্ফোরক এবং অপরাধ দমনে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
সারাক্ষণ রিপোর্ট 


















