ঢাকার কেরানিগঞ্জের জিনজিরা বাস রোডের পাশে সাততলা একটি ভবন ভূমিকম্পের পর পাশের আরেকটি ভবনের দিকে হেলে পড়েছে, হুড়োহুড়ি করে নামার সময় কয়েকজন বাসিন্দা হালকা আহত হয়েছেন।
ভূমিকম্প থামার সঙ্গে সঙ্গে দুটো ভবনের বাসিন্দারাই নিচে নেমে খোলা জায়গায় অবস্থান নেন, অনেকে আর ফ্ল্যাটে ফিরতে সাহস পাননি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ভবনটি ‘ঝুঁকিপূর্ণ’ বলে প্রাথমিক মত দিয়েছে, তবে স্থায়ী সিদ্ধান্তের জন্য প্রকৌশলীদের টেকনিক্যাল রিপোর্টের অপেক্ষা করছে।
রাস্তার দুপাশে ভিড় করে দাঁড়িয়ে থাকা মানুষজন বলছেন, ভবনটি আগে থেকেই কিছুটা হেলে ছিল—কিন্তু এবার ঝুঁকি চোখে পড়ার মতো, তবু বিকল্প বাসস্থানের অভাবে অনেক পরিবার দ্বিধায় আছে।
এদিকে একই এলাকায় আরও কয়েকটি পুরোনো বহুতল ভবনের কাঠামো পরীক্ষা করার দাবিতে লোকজন জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিচ্ছেন।
সারাক্ষণ রিপোর্ট 


















