চট্টগ্রাম শহরের ডবলমুরিং থানার মনসুরাবাদ মিয়াবাড়ি সড়কে সাবেক সিটি মেয়র এম মনজুর আলমের মালিকানাধীন সাততলা ভবনটি ভূমিকম্পের ঝাঁকুনিতে পাশের ভবনের দিকে হেলে যাওয়ায় পুরো মহল্লায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভবনের বাসিন্দারা দ্রুত বের হয়ে আসার পর পুলিশ ও ফায়ার সার্ভিস ভবনটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়, আশপাশের গলিও আংশিক ঘিরে রাখা হয়েছে।
স্থানীয়দের এক অংশ বলছে, ভবনটি আগে থেকেই সামান্য হেলে ছিল; আরেক অংশের দাবি, শুক্রবারের শক্তিশালী কম্পনেই মূল কাঠামো নড়ে গেছে।
প্রকৌশলীরা কলাম ও ফাউন্ডেশন পরীক্ষা করে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত ভবনটি ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ ধরে ব্যবহারে কড়াকড়ি আরোপের পক্ষে প্রশাসন।
আশেপাশের পুরোনো বহুতলগুলো নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে—অনেকে সন্তানের নিরাপত্তার কথা ভেবে শহরের ভেতর থেকে গ্রামে ফিরে যাওয়ার কথাও ভাবছেন।
সারাক্ষণ রিপোর্ট 


















