০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের অনুমোদন পেয়ে পারমাণবিক সাবমেরিন তৈরি করবে দক্ষিণ কোরিয়া উচ্চগতির শান্তি চুক্তিতে পশ্চিমা চাপ, জেলেনস্কিকে সতর্ক করছে ইউরোপীয় নেতারা চীনের নৌবাহিনী মোতায়েনে উদ্বেগ — তাইওয়ান ও জাপানে সতর্কতা নেটফ্লিক্সের নতুন অ্যাকশন সিরিজ ‘টাইগো’-তে প্রধান চরিত্রে লিসা আইফোন টিমে একের পর এক শীর্ষ কর্মকর্তা বিদায়, অ্যাপলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ক্রেবন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আগাম বন্ধের পরিকল্পনা থেকে সরে আসছে ইন্দোনেশিয়া গ্লাস ডিসপ্লে–যুক্ত মেকানিক্যাল কিবোর্ড অবশেষে বাজারে মার্কিন প্রতিরক্ষা দফতরের বিরুদ্ধে প্রেস অ্যাক্সেস নিয়ে নিউইয়র্ক টাইমসের মামলা  তথ্য সঠিক হলে সাংবাদিক মানহানির দায়ে পড়বেন না: দিল্লি হাইকোর্ট চট্টগ্রামে ঝুলন্ত অবস্থায় সিইউ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নেটফ্লিক্সের নতুন অ্যাকশন সিরিজ ‘টাইগো’-তে প্রধান চরিত্রে লিসা

‘এক্সট্র্যাকশন’ ইউনিভার্সে এবার কে–কনটেন্টের স্পিন–অফ

ব্ল্যাকপিংক তারকা লিসা নেটফ্লিক্সের নতুন অ্যাকশন সিরিজ ‘টাইগো’-তে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এ সিরিজটি ক্রিস হেমসওর্থের জনপ্রিয় চলচ্চিত্র ‘এক্সট্র্যাকশন’–কে ঘিরে গড়ে ওঠা ইউনিভার্সের অংশ হলেও, কাহিনি ও চরিত্রের দিক থেকে আলাদা এক কোরিয়ান–নেতৃত্বাধীন স্পিন–অফ হিসেবে তৈরি হচ্ছে। গল্পে দেখা যাবে এশিয়ার বিভিন্ন শহরে অপরাধী নেটওয়ার্ক ও গোপন অপারেশনের ভেতর দিয়ে পথ চলা এক দল এলিট ফিক্সারের জীবন। লিসার সঙ্গে থাকছেন কয়েকজন পরিচিত কোরিয়ান অভিনেতা, যাদের অনেকেই আগে থেকেই অ্যাকশনধর্মী নাটক ও সিনেমায় জনপ্রিয়। নেটফ্লিক্সের লক্ষ্য, বড় ফ্র্যাঞ্চাইজির নাম ধরে রেখে স্থানীয় ভাষার গল্প আর এ–লিস্ট কে–স্টার দিয়ে নতুন দর্শক টেনে আনা।

লিসার জন্যও এটি ক্যারিয়ারের নতুন অধ্যায়। গত এক বছরে তিনি ব্ল্যাকপিংকের বাইরে একক গানের পাশাপাশি ফ্যাশন ব্র্যান্ড, বিজ্ঞাপন আর আন্তর্জাতিক ফেস্টিভাল স্টেজে নিজেদের উপস্থিতি জোরালো করেছেন। এবার শারীরিকভাবে কষ্টসাধ্য স্টান্ট–নির্ভর সিরিজে অভিনয় তাকে পশ্চিমা দর্শকদের সামনে নতুনভাবে তুলে ধরবে। তবে সমালোচকদের প্রশ্ন, টানা সিক্যুয়েল আর স্পিন–অফের ভিড়ে ‘টাইগো’ কি আলাদা চরিত্র ও আঞ্চলিক টোন দিয়ে নিজস্ব জায়গা বানাতে পারবে, নাকি কেবল আরেকটি বন্দুক–নির্ভর ফ্র্যাঞ্চাইজি নাটক হয়ে থাকবে। সফল হলে ‘এক্সট্র্যাকশন’ ইউনিভার্সের মতো বড় হলিউড আইপি–কে কেন্দ্র করে আরও কোরিয়ান ও এশীয় স্পিন–অফ বানানোর পথ খুলে যাবে, যা স্থানীয় প্রযোজক ও তারকাদের হাতে আরও বেশি দরকষাকষির শক্তি দেবে।

Ma Dong-seok, Blackpink's Lisa to star in Netflix's new action film 'TYGO'

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের অনুমোদন পেয়ে পারমাণবিক সাবমেরিন তৈরি করবে দক্ষিণ কোরিয়া

নেটফ্লিক্সের নতুন অ্যাকশন সিরিজ ‘টাইগো’-তে প্রধান চরিত্রে লিসা

০৪:৪৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

‘এক্সট্র্যাকশন’ ইউনিভার্সে এবার কে–কনটেন্টের স্পিন–অফ

ব্ল্যাকপিংক তারকা লিসা নেটফ্লিক্সের নতুন অ্যাকশন সিরিজ ‘টাইগো’-তে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এ সিরিজটি ক্রিস হেমসওর্থের জনপ্রিয় চলচ্চিত্র ‘এক্সট্র্যাকশন’–কে ঘিরে গড়ে ওঠা ইউনিভার্সের অংশ হলেও, কাহিনি ও চরিত্রের দিক থেকে আলাদা এক কোরিয়ান–নেতৃত্বাধীন স্পিন–অফ হিসেবে তৈরি হচ্ছে। গল্পে দেখা যাবে এশিয়ার বিভিন্ন শহরে অপরাধী নেটওয়ার্ক ও গোপন অপারেশনের ভেতর দিয়ে পথ চলা এক দল এলিট ফিক্সারের জীবন। লিসার সঙ্গে থাকছেন কয়েকজন পরিচিত কোরিয়ান অভিনেতা, যাদের অনেকেই আগে থেকেই অ্যাকশনধর্মী নাটক ও সিনেমায় জনপ্রিয়। নেটফ্লিক্সের লক্ষ্য, বড় ফ্র্যাঞ্চাইজির নাম ধরে রেখে স্থানীয় ভাষার গল্প আর এ–লিস্ট কে–স্টার দিয়ে নতুন দর্শক টেনে আনা।

লিসার জন্যও এটি ক্যারিয়ারের নতুন অধ্যায়। গত এক বছরে তিনি ব্ল্যাকপিংকের বাইরে একক গানের পাশাপাশি ফ্যাশন ব্র্যান্ড, বিজ্ঞাপন আর আন্তর্জাতিক ফেস্টিভাল স্টেজে নিজেদের উপস্থিতি জোরালো করেছেন। এবার শারীরিকভাবে কষ্টসাধ্য স্টান্ট–নির্ভর সিরিজে অভিনয় তাকে পশ্চিমা দর্শকদের সামনে নতুনভাবে তুলে ধরবে। তবে সমালোচকদের প্রশ্ন, টানা সিক্যুয়েল আর স্পিন–অফের ভিড়ে ‘টাইগো’ কি আলাদা চরিত্র ও আঞ্চলিক টোন দিয়ে নিজস্ব জায়গা বানাতে পারবে, নাকি কেবল আরেকটি বন্দুক–নির্ভর ফ্র্যাঞ্চাইজি নাটক হয়ে থাকবে। সফল হলে ‘এক্সট্র্যাকশন’ ইউনিভার্সের মতো বড় হলিউড আইপি–কে কেন্দ্র করে আরও কোরিয়ান ও এশীয় স্পিন–অফ বানানোর পথ খুলে যাবে, যা স্থানীয় প্রযোজক ও তারকাদের হাতে আরও বেশি দরকষাকষির শক্তি দেবে।

Ma Dong-seok, Blackpink's Lisa to star in Netflix's new action film 'TYGO'