অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ–সংক্রান্ত বাংলাদেশের আনুষ্ঠানিক অনুরোধে ভারত এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, এ ধরনের আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত দ্রুত আসে না।
পরিস্থিতির বর্তমান অবস্থা
শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার ইতোমধ্যে আনুষ্ঠানিক আবেদন পাঠিয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত এবং দেশের সর্বোচ্চ আদালতের রায় তাঁর বিরুদ্ধে রয়েছে; তাই তাঁকে ফেরত চাওয়া বাংলাদেশের যৌক্তিক দাবি।
ভারতের প্রতিক্রিয়া সম্পর্কে মন্তব্য
তৌহিদ হোসেন বলেন, এখনো ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তিনি মনে করিয়ে দেন, এমন আন্তর্জাতিক ও আইনি বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত আসে না। বাংলাদেশ অপেক্ষা করছে ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য।
তিনি আরও জানান, ভারতের প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সর্বশেষ জানা গেছে—ভারত বিষয়টি পরীক্ষা করে দেখছে।
#SheikhHasina #Extradition #BangladeshIndiaRelations #TouhidHossain #SarakhonReport
সারাক্ষণ রিপোর্ট 



















