কেশবপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়ার পর নির্যাতনে গুরুতর জখম এক ব্যক্তি যশোর কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

গ্রেপ্তার ও পরিচয়
কেশবপুর উপজেলার আলতাপোল এলাকার নজির বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস (৩৯) বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন। তার সঙ্গে আরও তিনজনকে অস্ত্র, ধারালো অস্ত্র ও মাদকসহ আটক করা হয়।
কারাগারে অবনতি ও মৃত্যু
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, শুক্রবার রাত ৯টার দিকে উজ্জ্বলকে কারাগারে আনা হলে তিনি গুরুতর অসুস্থ ছিলেন। গ্রেপ্তারের পর নির্যাতনের কারণে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। রাত ১০টা ৩০ মিনিটে তার অবস্থা আরও খারাপ হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। রাত ১০টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মামলার তথ্য
পুলিশ জানায়, কেশবপুর অভিযানকে কেন্দ্র করে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর শুক্রবারই উজ্জ্বলকে আদালতে পাঠানো হয়েছিল।
#বন্দিমৃত্যু #যশোরকারাগার #গ্রেপ্তারেরপরনির্যাতন #কেশবপুর #যৌথঅভিযান
সারাক্ষণ রিপোর্ট 



















