স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে অসদাচরণের অভিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ (এমএমসি) হাসপাতালের এক চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।
শনিবার দুপুরে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ ডা. ধানদেব বর্মন ডিজির সঙ্গে পরিদর্শনকালে রূঢ় মন্তব্য করেন। এ সময় ডিজি হাসপাতালের চিকিৎসাসেবা, ব্যবস্থাপনা ও কর্মীদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ডিজির মন্তব্যে অসম্মতি জানিয়ে ডা. বর্মন কর্মীসংকট ও অতিরিক্ত কাজের চাপের কথা তুলে ধরে তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে তৎক্ষণাৎ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং কারণ দর্শাতে বলা হয়।
পরিদর্শন ও পটভূমি
শনিবার সকালে অধ্যাপক আবু জাফর শিশুদের মূত্রথলি ও প্রজনন অঙ্গসংক্রান্ত রোগের চিকিৎসার অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে যোগ দিতে এমএমসি হাসপাতালে যান। সেমিনারের আগে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। জরুরি বিভাগ পরিদর্শনের সময়ই অসদাচরণের ঘটনা ঘটে।
অন্তর্ভুক্ত কর্মকর্তা ও সাক্ষীরা
ঘটনার সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মঈন উদ্দিন খানসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও চিকিৎসকরা।
প্রশাসনের প্রতিক্রিয়া
সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মঈন উদ্দিন খান জানান, পরিদর্শনের সময় সেবার মান নিয়ে ডিজির সঙ্গে ডা. বর্মনের উত্তপ্ত বিতণ্ডা হয়। ঘটনার পরপরই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
#Bangladesh #HealthSector #MMCH #Administration #SarakhonReport
সারাক্ষণ রিপোর্ট 


















