মধ্যপ্রাচ্যে ডিজিটাল ডিজাইন জগতে পরিচিত মুখ এবং শিক্ষার্থীদের জনপ্রিয় মেন্টর ভারতীয় প্রবাসী দেবেশ মিস্ত্রি আর নেই। দুবাই–ভিত্তিক তার প্রতিষ্ঠান রব্বি (RBBi) রোববার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানায়।
প্রথম পরিচয় ও অবদান
দেবেশ মিস্ত্রি ছিলেন রেড ব্লু ব্লার আইডিয়াজ (RBBi)-এর সহ–প্রতিষ্ঠাতা, যারা অঞ্চলের ব্যবহারবান্ধব ডিজিটাল অভিজ্ঞতা (UX/UI) উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখে। ২০১১ সালে আমোল কদমের সঙ্গে তিনি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। কোম্পানির ভেতরে তিনি সবার কাছে পরিচিত ছিলেন ‘সুপারম্যান’ নামে—দক্ষতা, নিবেদন এবং প্রতিষ্ঠানের সৃজনশীল নামের প্রতি ইঙ্গিত হিসেবেই এই উপাধি গড়ে ওঠে।
কোম্পানির শোকবার্তা
রব্বি তাদের লিংকডইন পোস্টে জানায়, “আজ আমরা গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি যে আমাদের সহ–প্রতিষ্ঠাতা দেবেশ মিস্ত্রি মারা গেছেন।”
তারা মৃত্যুর কারণ জানায়নি।
শোকবার্তায় আরও বলা হয়, “দেবেশ প্রতিষ্ঠানটির শুরুর দিনগুলো থেকেই ছিলেন অন্যতম চালিকা শক্তি। আমাদের অনেকের কাছেই তিনি ছিলেন সত্যিকারের সুপারম্যান। কোম্পানি তৈরি, সংস্কৃতি গঠন, কাজের ধরণ—সবকিছুতেই তার প্রভাব ছিল গভীর।”
প্রতিষ্ঠানটি সবাইকে অনুরোধ করেছে দেবেশের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাতে এবং রব্বির সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে। তারা আরও জানায়, “এটি আমাদের সবার জন্যই শোক ও ভাবনার সময়। আমরা একে-অপরকে সমর্থন দেওয়ার জন্য সময় নিচ্ছি।”
এছাড়া তারা জানায় যে দেবেশের নীতি ও ভাবনার ভিত্তিতেই তারা সামনে এগিয়ে যাবে।
ডিজিটাল অভিজ্ঞতার অগ্রদূত
লিংকডইন প্রোফাইল অনুযায়ী, দেবেশের কর্মজীবন শুরু হয় নব্বইয়ের দশকের শেষ দিকে কোডিং দিয়ে। তবে দ্রুতই তিনি বুঝতে পারেন প্রযুক্তির পাশাপাশি ব্যবহারকারীর অভিজ্ঞতা কতটা গুরুত্বপূর্ণ। উন্নয়ন ও ডিজাইনের মধ্যে ভারসাম্য খুঁজতে গিয়ে তিনি নিজস্ব প্রতিষ্ঠান গড়ার সিদ্ধান্ত নেন।
তিনি মাইক্রোসফট, আইবিএম, টেলস্ট্রা অস্ট্রেলিয়া, কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়া, মিনি কুপার, মাস্টারকার্ড, ল’ওরিয়াল, এমিরেটস এনবিডি এবং ক্লিভল্যান্ড ক্লিনিক আবুধাবিসহ বহু শীর্ষ আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন।
শিক্ষা ও মেন্টরিংয়ের প্রতি আগ্রহ
দেবেশ শুধু ব্যবসায়িক সাফল্যেই থেমে থাকেননি; তিনি ছিলেন মেন্টরিংয়ের প্রতি গভীরভাবে অনুরাগী। দুবাই বিশ্ববিদ্যালয়ে তিনি লেকচারার, মেন্টর এবং ডিজিটাল স্ট্র্যাটেজি কারিকুলাম তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। অস্ট্রেলিয়ায় থাকার সময় তিনি সিডনির ইউনিভার্সিটি অব টেকনোলজিতেও স্বল্প সময়ের জন্য পড়িয়েছেন।
মুম্বাই থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক এই বিশেষজ্ঞ ছিলেন মাইক্রোসফট সার্টিফায়েড প্রফেশনাল এবং ইউএক্সপিএ (User Experience Professionals Association)-এর স্বীকৃত সদস্য।
ব্যক্তিগত আগ্রহ
পেশার বাইরে দেবেশ প্রযুক্তি, মানুষ ও আচরণবিজ্ঞান নিয়ে আগ্রহী ছিলেন। তিনি পড়তে ভালোবাসতেন এবং মাঝে মাঝে গিটার বাজাতেন।
#UAE, Dubai, Indian Expat, RBBi, Obituary
সারাক্ষণ রিপোর্ট 


















