বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যারা ধর্মের নামে রাজনীতি করে মানুষের ভোট নেয়ার চেষ্টা করছে—জামাত তাদের অন্যতম—তারা খুলনায় নতুন এক হিন্দু বন্ধুকে নিয়োগ দেওয়ার মতো পদক্ষেপ নিয়ে ধর্মীয় আবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে। তিনি বলেন, বিএনপি নীতি, পরিকল্পনা ও জনগণের কল্যাণে বিশ্বাসী; ধর্মের ট্যাবলেট বিক্রি করে প্রতারণার যুগ এখন শেষ।
মূল প্রতিবেদন
জামাতকে উদ্দেশ করে সালাহউদ্দিনের ইঙ্গিত
ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ছয়দিনের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির দ্বিতীয় দিনের উদ্বোধনে সালাহউদ্দিন বলেন, জামাত নেতারা দাবি করেন তাদের প্রতীকে ভোট দিলেই জান্নাত সহজ হবে। অথচ মানুষের বাস্তব সমস্যাগুলোর কোনো সমাধান তারা দেয় না।
তিনি বলেন, ‘কিছুদিন আগেই খুলনায় তাদের নতুন এক হিন্দু বন্ধুকে নিয়োগ দিয়েছে—এ নিয়ে আর বলতে চাই না।’
তার বক্তব্যে স্পষ্ট—ধর্মের অপব্যবহার করে রাজনীতি করা এখন আর জনগণকে বিভ্রান্ত করতে পারছে না।
ধর্ম কার্ডে প্রতারণা আর সফল হবে না
সালাহউদ্দিন বলেন, যেসব রাজনৈতিক শক্তির কোনো নীতি-আদর্শ নেই, কোনো উন্নয়ন পরিকল্পনাও নেই—তারা শুধু ধর্মের আবেগে মানুষকে ভুলাতে চায়। কিন্তু জনগণ তাদের মুখোশ ইতোমধ্যে চিনে ফেলেছে।
তিনি মন্তব্য করেন, ‘যারা পরিশ্রম না করে জান্নাতের টিকিট চায়, তাদের আগে জানা উচিত বাসস্ট্যান্ডটা কোথায়।’
বিএনপির পরিকল্পনা-ভিত্তিক রাজনীতি
তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে—তার জন্য একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করছে। ‘পরিকল্পনা না করা মানেই ব্যর্থতার প্রস্তুতি,’ মন্তব্য করেন তিনি।
তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সময়কার সাক্ষরতা বৃদ্ধি, খাদ্য-শিক্ষা কর্মসূচি ইত্যাদি উদাহরণ দিয়ে বলেন, বিএনপি অতীতেও পরিকল্পিত জাতীয় রূপান্তর ঘটিয়েছে।
৩১ দফা ও জনকল্যাণমূলক কর্মসূচি
সালাহউদ্দিন বলেন, বিএনপির ৩১ দফা রূপরেখা সুশাসন, উন্নয়ন ও গণতন্ত্রের একটি বাস্তবসম্মত পরিকল্পনা।
নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফার্মার কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষার জন্য তৈরি—এসব বিষয় জনগণকে সহজ ভাষায় বোঝাতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান
তিনি বলেন, দীর্ঘ সংগ্রামে অর্জিত ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগের ওপরই গণতন্ত্রের অগ্রযাত্রা নির্ভর করছে।
যে কেউ এই গণতান্ত্রিক যাত্রায় বাধা দিলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে বলেও তিনি সতর্ক করেন।
রিজভীর বক্তব্য
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদল নেতাকর্মীদের আটটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা এলাকায় গিয়ে বিএনপির ইশতেহার ও পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরতে পারে।
তিনি বলেন, ‘জান্নাতের টিকিট’ দেখানো মধ্যযুগীয় ইউরোপের প্রতারণার মতো, যেখানে পোপের নামে ক্ষমাপত্র বিক্রি হতো। এখন কিছু দল ধর্মের নামে সেই কৌশল পুনরায় ব্যবহার করছে।
অনুষ্ঠানের সারসংক্ষেপ
২৭ নভেম্বর বিএনপি নির্বাচনের আগে ছয়দিনব্যাপী ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি ঘোষণা করে। কৃষক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, উলামা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠন এতে অংশ নিচ্ছে।
দ্বিতীয় দিনের উদ্বোধন করেন সালাহউদ্দিন, আর বিকেলে কর্মসূচির সমাপনীতে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সারা দেশ থেকে ছাত্রদল নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।
#BNP #Jamaat #Politics #BangladeshPolitics #Salahuddin
সারাক্ষণ রিপোর্ট 


















