গ্র্যামি জয়ী গায়িকা টাইলা প্রথমবারের মতো ভারতে এসে নজর কাড়লেন অনন্য শাড়ি-অনুপ্রাণিত লুকে। মুম্বাইয়ে নিজের কনসার্টের আগে ও পরে আলোচনায় ছিল তাঁর এই বিশেষ পোশাক, যা হাতে সেলাই করে তৈরি করেছেন তরুণ ভারতীয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার ন্যান্সি ত্যাগী।
টাইলার ভারত সফর ও কনসার্ট
৭ ডিসেম্বর মুম্বাইয়ের দর্শকদের জন্য এক ঘণ্টার ঝকঝকে পপ পারফরম্যান্স উপহার দেন টাইলা। জনপ্রিয় গান Chanel, Water এবং Shake Ah–এর শিল্পীকে ঘিরে উৎসাহ দেখা যায় বিমানবন্দর থেকেই।
ন্যান্সি ত্যাগীর তৈরি শাড়ি-অনুপ্রাণিত পোশাক

ভারত সফরের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল ন্যান্সি ত্যাগীর তৈরি শাড়ি-অনুপ্রাণিত পোশাকটি। ২৩ বছর বয়সী এই ফ্যাশন ইনফ্লুয়েন্সার নিজ হাতে সেলাই করে টাইলার জন্য পোশাকটি প্রস্তুত করেন।
৮ ডিসেম্বর নিজের ইনস্টাগ্রামে টাইলা কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, ভারত সফরে তাঁর ‘টুইন’ ন্যান্সি রাত জেগে তাঁর জন্য এই শাড়ি-অনুপ্রাণিত পোশাক বানিয়েছেন, আর তিনি এতে দারুণ মুগ্ধ।
ন্যান্সির প্রতিক্রিয়া ও অভিজ্ঞতা
ন্যান্সি প্রথমে পোশাকটি দেখে টাইলার প্রতিক্রিয়া ভিডিও আকারে শেয়ার করেন। পরে আরেকটি ভিডিওতে দেখা যায়, টাইলার কপালে তিনি বেঁধে দিচ্ছেন একটি ঝলমলে বিন্দি। তিনি জানান, টাইলার জন্য এই শাড়িটি ডিজাইন করার উদ্দেশ্য ছিল ভারতীয় ঐতিহ্যবাহী কারুকাজ ও টাইলার আধুনিক, আত্মবিশ্বাসী স্টাইলকে একসঙ্গে তুলে ধরা।
তাঁর ভাষায়, ভারতীয় কৌশল ও শিল্পকলার ঐতিহাসিক আবেগকে টাইলার স্বতন্ত্র ব্যক্তিত্বের সঙ্গে সমান মর্যাদায় মিলিয়ে দিয়েছেন তিনি। পোশাকের গঠন, ড্রেপিং ও সূক্ষ্ম নকশা—সবই তাঁর হাতের কাজ।

টাইলার পোশাকের বিশদ বিবরণ
টাইলা পরেছিলেন মিন্ট-সবুজ রঙের স্বচ্ছ, গাউন-স্টাইলের শাড়ি-অনুপ্রাণিত পোশাক। এতে ছিল প্রি-ড্রেপড পল্লু, লো-রাইজ কোমর, সামনের দিকে পলি-সহ আঁটসাঁট স্কার্ট, মেঝে ছুঁয়ে যাওয়া ট্রেন ও উরু পর্যন্ত স্লিট।
এটির সঙ্গে মানানসই ছিল ব্রালেট-স্টাইল ব্লাউজ, যাতে ছিল ডিপ নেকলাইন, স্প্যাগেটি স্ট্র্যাপ ও ফিটেড কাট। ঝিলমলে সিকুইন, সূক্ষ্ম এমব্রয়ডারি এবং স্বচ্ছ নকশা পোশাকে এনেছে নারীত্বের আভিজাত্য।
অ্যাকসেসরিজ ও মেকআপ
টাইলা লুকটি সম্পূর্ণ করেন এমবেলিশড পাম্প, জহুরি লাগানো নখ, ব্রেসলেট, হালকা হাতফুল, চোকার, ঝুলন্ত দুল এবং রত্নখচিত বিন্দি দিয়ে।
চুল রাখা হয়েছিল বেণিতে, আর মেকআপে ছিল উইংড আইলাইনার, শিমারি আইশ্যাডো, ফেদার্ড ব্রাউ, ব্লাশ, গ্লসি ক্যারামেল লিপস ও হাইলাইটারের উজ্জ্বলতা।

নেটিজেন ও সেলিব্রিটিদের প্রতিক্রিয়া
ডায়েট সব্যা সহ বহু ফ্যাশন পেজ ও সেলিব্রিটি টাইলার লুককে প্রশংসায় ভরিয়ে দেন। ডায়েট সব্যার মন্তব্য—টাইলা যেন ‘মাদারল্যান্ডে’ এসে জানিয়ে দিলেন, তিনি খেলতে আসেননি। ন্যান্সি ত্যাগীর ড্রেপিং ও বোল্ড স্টাইল দেখে তারা অভিভূত।
অনেকে মন্তব্য করেন, ন্যান্সি অসাধারণ প্রতিভাবান। অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ উত্তেজিত প্রতিক্রিয়া জানান মন্তব্যে। কেউ কেউ লিখেছেন, বিভিন্ন সাংস্কৃতিক শিকড় বহন করা মানুষের এমন প্রকাশ তাদের খুব আনন্দ দেয়।
#Tyla #NancyTyagi #Fashion #SareeInspiredLook #MumbaiConcert
সারাক্ষণ রিপোর্ট 


















