খোলা উৎসের কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে একসময় পথপ্রদর্শক ছিল মেটা। এখন সেই অবস্থান বদলের ইঙ্গিত মিলছে, কারণ নতুন এআই মডেল তৈরিতে আলিবাবার কিউডব্লিউএন থেকে দিকনির্দেশনা নিচ্ছে প্রতিষ্ঠানটি।
খোলা উৎসে মেটার নেতৃত্বের শুরু
২০২৩ সালের ফেব্রুয়ারিতে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটা প্ল্যাটফর্মস তাদের প্রধান এআই মডেল পরিবার ল্লামা উন্মুক্ত করে। খোলা উৎসে প্রকাশের এই সিদ্ধান্ত তখন বৈশ্বিক এআই উন্নয়নকারীদের মধ্যে মেটাকে আলাদা করে তুলে ধরে। গবেষণা ও প্রশিক্ষণ প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত হওয়ায় দ্রুত জনপ্রিয়তা পায় ল্লামা।

কিউডব্লিউএনের জন্ম ও ল্লামার প্রভাব
ওই বছরের সেপ্টেম্বরেই ল্লামার বহু অনুসারী প্রকল্পের একটি হিসেবে ঘোষণা আসে আলিবাবা ক্লাউডের কিউডব্লিউএনের। কিউডব্লিউএনের প্রথম প্রজন্ম ল্লামার প্রশিক্ষণ পদ্ধতি অনুসরণ করে তৈরি হয় এবং প্রযুক্তিগত প্রতিবেদনে মেটার গুরুত্বপূর্ণ গবেষণার উল্লেখ করা হয়। সম্মান জানিয়ে চীনা গবেষকেরা তখন ল্লামাকে খোলা উৎসের শীর্ষ বড় ভাষা মডেল হিসেবে অভিহিত করেন।
দুই বছরে পাল্টে যাওয়া চিত্র
দুই বছর পর পরিস্থিতি উল্টো দিকে মোড় নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মেটা এখন আলিবাবার দিকনির্দেশনা নিচ্ছে। অজ্ঞাত সূত্রের বরাতে জানানো হয়, ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি ‘অ্যাভোকাডো’ কোডনামের একটি নতুন এআই মডেল প্রশিক্ষণে কিউডব্লিউএন ব্যবহার করছে।

কোন মডেল ব্যবহার হচ্ছে তা স্পষ্ট নয়
প্রতিবেদনে আলিবাবার কোন কিউডব্লিউএন মডেলটি ব্যবহৃত হচ্ছে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। উল্লেখ্য, আলিবাবার মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গেই এই সংবাদমাধ্যমের সম্পর্ক রয়েছে।
খোলা উৎস এআই দুনিয়ায় বড় পরিবর্তন
এই ঘটনা যুক্তরাষ্ট্র ও চীনের খোলা উৎস এআই অগ্রদূতদের মধ্যে ভূমিকা বদলের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। অল্প সময় আগেও খোলা উৎসভিত্তিক এআই সফটওয়্যার তৈরিতে ল্লামাই ছিল ডেভেলপারদের প্রথম পছন্দ, এমনকি চীনেও। এখন কিউডব্লিউএনের উত্থান সেই চিত্র বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।

সারাক্ষণ রিপোর্ট 



















