ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বড় সিদ্ধান্ত
ব্যাংকিং খাতের দীর্ঘদিনের সংকট সামাল দিতে পাঁচটি আর্থিকভাবে দুর্বল ইসলামী ব্যাংক একীভূত করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একীভূত এই নতুন ব্যাংকের নাম নির্ধারণ করা হয়েছে ‘কম্বাইন্ড ইসলামী ব্যাংক পিএলসি’। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তকে ব্যাংকিং খাত স্থিতিশীল করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সোমবার বা মঙ্গলবার শুরু হচ্ছে টাকা উত্তোলন
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার জানিয়েছে, আগামী সোমবার অথবা মঙ্গলবার থেকেই আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ তুলতে পারবেন। আগের আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী মহলের ঋণ জালিয়াতি ও নানা অনিয়মের কারণে সৃষ্ট তারল্য সংকটের পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।

যে পাঁচ ব্যাংক একীভূত হচ্ছে
একীভূত হওয়া ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
আমানত ফেরত নিয়ে জটিলতা কেটেছে
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আমানত ফেরত সংক্রান্ত সব জটিলতা নিরসন করা হয়েছে। আমানত বিমা ব্যবস্থার আওতায় প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা হবে। গ্রাহকরা নিজ নিজ ব্যাংক শাখা থেকেই টাকা তুলতে পারবেন।
কত টাকা কীভাবে তোলা যাবে
যাদের হিসাবে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত জমা রয়েছে, তারা একবারেই পুরো অর্থ তুলতে পারবেন। দুই লাখ টাকার বেশি যাদের হিসাব রয়েছে, তারা প্রথম দুই বছর প্রতি তিন মাসে সর্বোচ্চ এক লাখ টাকা করে তুলতে পারবেন।

বিশেষ সুবিধা পাচ্ছেন প্রবীণ ও গুরুতর অসুস্থরা
ষাট বছর বা তার বেশি বয়সী গ্রাহক এবং গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে উত্তোলনের এই সীমা প্রযোজ্য হবে না। চিকিৎসা বা বয়সজনিত প্রয়োজনে তারা প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন।
একাধিক হিসাব থাকলে কী হবে
একই ব্যাংকে কারও একাধিক হিসাব থাকলে তিনি কেবল একটি হিসাব থেকেই টাকা তুলতে পারবেন। তবে ভিন্ন ভিন্ন একীভূত ব্যাংকে হিসাব থাকলে প্রতিটি ব্যাংক থেকে নির্ধারিত পরিমাণ অর্থ উত্তোলনের সুযোগ থাকবে।

ব্যাংকগুলোর বর্তমান আর্থিক চিত্র
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই পাঁচ ব্যাংকে বর্তমানে প্রায় ৭৫ লাখ গ্রাহকের মোট আমানত রয়েছে প্রায় এক লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা। বিপরীতে, মোট ঋণের পরিমাণ প্রায় এক লাখ তিরানব্বই হাজার কোটি টাকা, যার বড় অংশই খেলাপিতে পরিণত হয়েছে।
খরচ কমাতে কঠোর পদক্ষেপ
ব্যয় কমানোর জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলো ইতোমধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা ২০ শতাংশ কমিয়েছে। পাশাপাশি ৭৬০টি শাখা ও প্রায় এক হাজার এটিএম নিয়ে গঠিত বিদ্যমান নেটওয়ার্ক পুনর্গঠন করা হবে। একই এলাকায় একাধিক শাখা থাকলে সেগুলো একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 


















