ঢাকার ব্যস্ত গুলিস্তান এলাকায় একটি শপিং কমপ্লেক্সের ছাদের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় আটতলা বিশিষ্ট খাদ্দার বাজার শপিং কমপ্লেক্সের ছাদে থাকা গুদাম অংশে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, সন্ধ্যা প্রায় পাঁচটা আটাশ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন গুদামের আশপাশের অংশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সিদ্দিকবাজারসহ আশপাশের বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
সারাক্ষণ রিপোর্ট 


















