কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার সংগ্রহ করা হয়েছে। শনিবার সকালে দানবাক্সগুলো খোলার পর সেখানে মোট ৩৫ বস্তা নগদ টাকা ও স্বর্ণ পাওয়া যায়। সর্বশেষ দান গণনার তিন মাস ২৭ দিন পর এই অর্থ সংগ্রহ করা হলো।
দানবাক্স খোলার প্রক্রিয়া
মসজিদের মোট ১৩টি দানবাক্স সকাল সাতটার দিকে খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক আসলাম মোল্লা, জেলা পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন এবং মসজিদের পরিচালনা কমিটির সদস্যরা।

গণনায় অংশগ্রহণ
দান গণনার কাজে অংশ নেন প্রায় পাঁচ শতাধিক মানুষ। তাদের মধ্যে ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা। সবাই মিলে সুশৃঙ্খলভাবে দান গণনার কাজ সম্পন্ন করেন।
আগের দান সংগ্রহের তথ্য
এর আগে গত ৩০ আগস্ট পাগলা মসজিদের দানবাক্স থেকে প্রায় ১২ কোটি ৯০ লাখ টাকা উদ্ধার করা হয়েছিল। সেই সময়ও বিপুল অঙ্কের নগদ অর্থের পাশাপাশি বিদেশি মুদ্রা এবং স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।

অতিরিক্ত দানের তথ্য
সর্বশেষ দান গণনাতেও উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার উদ্ধার হয়েছে, যা পাগলা মসজিদের প্রতি সাধারণ মানুষের অগাধ বিশ্বাস ও দানের প্রবণতাকে আবারও সামনে নিয়ে এসেছে।

সারাক্ষণ রিপোর্ট 


















