ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর–শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। রোববার সকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয় এই গুরুত্বপূর্ণ নৌরুটের যোগাযোগ ব্যবস্থা।
কুয়াশায় বন্ধ ছিল ফেরি চলাচল
হরিণা ফেরিঘাটের ব্যবস্থাপক ফয়সাল আলম চৌধুরী জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে শনিবার রাত ১১টা থেকে রোববার সকাল সাড়ে আটটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ওই সময় ঘন কুয়াশার কারণে নদীতে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যায়।
দুই পারে আটকা পড়ে শতাধিক যান
দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় চাঁদপুর ও শরীয়তপুর—উভয় প্রান্তে ট্রাক ও পিকআপসহ শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তি বাড়ে।
মেঘনা নদীতে কুয়াশা কাটতেই স্বাভাবিক অবস্থা
রোববার সকাল নাগাদ মেঘনা নদীর ওপর থেকে কুয়াশা সরে গেলে সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এরপর একে একে যানবাহন পারাপার শুরু হয়।
লঞ্চ চলাচলেও বিলম্ব
এদিকে ঢাকা–চাঁদপুর নৌপথে চলাচলকারী কয়েকটি যাত্রীবাহী লঞ্চও কুয়াশার প্রভাব এড়াতে পারেনি। রফ রফ, ঝমঝম, বগদাদিয়া ও মেঘনা রানীসহ কয়েকটি লঞ্চ পাঁচ থেকে ছয় ঘণ্টা দেরিতে চাঁদপুর ঘাটে পৌঁছায় বলে লঞ্চ মালিক ও তত্ত্বাবধায়করা জানিয়েছেন।
সারাক্ষণ রিপোর্ট 



















