১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
আফগানিস্তানে মাতৃমৃত্যুর হার বেড়েছে নারীর শিক্ষা ও কর্মসংস্থানে নিষেধাজ্ঞার কারণে ভারতের রাজধানীর ৬০ নটিক্যাল মাইল এলাকাজুড়ে বিমান চলাচলে জিপিএস বিভ্রাট, পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের উদ্বেগ ভারতের কেরালা সাবরিমালা স্বর্ণ আত্মসাত মামলা: আরও এক অভিযুক্ত গ্রেপ্তার আরব আমিরাতে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ব্যাংকিং খাতে বিপ্লব উপসাগরীয় অঞ্চলে ভারতীয় উদ্যোক্তা ও নেতাদের অসাধারণ অবদান মধ্যপ্রাচ্যের আকাশে নতুন অধ্যায় গড়ছে জিই অ্যারোস্পেস বিহারের অর্থনৈতিক উন্নতি কি সত্যিই দেশের বাকি অংশের সঙ্গে তাল মিলিয়েছে? রাশিয়া যে কোনো সময় ন্যাটোর বিরুদ্ধে সীমিত আক্রমণ চালাতে পারে বিপর্যস্ত ব্যাংকের বিনিয়োগকারীদের স্বার্থ কে দেখবে? চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে: ঝুঁকিপূর্ণ ২৫ এলাকা চিহ্নিত

দেশের খেলাকে এগিয়ে নিতে তরুণরা যা ভাবছে

  • Sarakhon Report
  • ০৮:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • 46

ফয়সাল আহমেদ

 

বাংলাদেশর ক্রিকেট,ফুটবল এবং জাতীয় খেলা হা-ডু-ডু খেলাকে এগিয়ে নেবার জন্যে  বর্তমানের তরুণ প্রজন্মে  কিছু পরিবর্তন ও সংযোগ চায়। এ বিষয়ে সারাক্ষণের সাথে কথা বলেছেন কিছু তরুণ।তাদের মতে আরো বেশি প্রশিক্ষণ, ঘরোয়ালীগ বৃদ্ধি যেমন প্রয়োজন তেমনি তাদের রয়েছে আরো কিছু মতামত।

সজীব হোসেন(২৩) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র , তার মতে  বাংলাদেশের ক্রিকেট খেলার আরো  উন্নয়ন করতে হলে ঘরোয়া লীগের উন্নয়ন করতে হবে। বি.পি.এল এর পাশাপাশি আরোকিছু টি-টোয়েন্টি লীগের আয়োজন করতে হবে বলে মনে করেন তিনি।  টি-টোয়েন্টি খেলায় বাংলাদেশ অনেকটাই দুর্বল। ঘরোয়া লীগ এই দুর্বলতা কাটাতে সাহায্য করবে। এছাড়া ভালো ওপেনার তৈরি করতে হবে। সেজন্য দরকার খেলোয়ারদের আরো প্রশিক্ষণ ।

জাহিদ হাসান(২৭) ঢাকা কলেজের গণিত বিভাগের ছাত্র। তিনি বলেন, দেশীয় কোচ কে সুযোগ দিতে হবে অযথা বিদেশি কোচদের ব্যবহার না করে দেশী কোচদের ব্যবহার করতে হবে তাদের সুযোগ করে দিতে হবে। এতে করে খেলার মানের উন্নয়ন হবে বলে আমার ধারণা।

আশিক আমিন(২৪) আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের ছাত্র , তার মতে বাংলাদেশ ক্রিটে এগিয়ে থাকলেও ফুটবলে অনেক পিছিয়ে আছে। তবে বর্তমানে নারী ফুটবল পুরুষদের তুলনায় অনেকটাই ভালো করছে। আমি মনে করি বাহিরের দেশের সাথে বেশি বেশি খেলা এবং ক্লাব পর্যায়ে বাংলাদেশের প্লেয়ারদের বেশি ব্যবহার করলে ফুটবল উন্নয়ন আসবে। আমাদের দেশের থেকে রেংকিং এ এগিয়ে থাকা দেশগুলোর সাথে খেলে তাদের খেলার ধরণ অনুসরণ করা।

রাহাত(২৬) তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র , তার মতে  বাংলাদেশের সকল খেলাতেই দুর্নীতি দেখা যায়। আমি মনে করি এই দুর্নীতি সম্পূর্ণরূপ দমন না করা পর্যন্ত বাংলাদেশ আন্তর্জাতিকভাবে কোন খেলায়ই ব্যাপকভাবে উন্নয়ন সাধন করতে পারবে না বা আগাতে পারবে না। সকল পর্যায়ের খেলায়ই আমাদের দেশের ভালো ভালো প্লেয়ার রয়েছে। দুর্নীতির কারণে যারা সুযোগ পাচ্ছেনা। আমি মনে করি সমস্ত ট্যালেন্টেড খেলোয়ারদের সুযোগ দিলে বাংলাদেশের সকল খেলায় আরো উন্নত হতে সক্ষম হবে।

প্রিতম(২২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ছাত্র। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় খেলা হা-ডু-ডু যা বর্তমানে অনেকে জানেইনা। আমাদের পাশের দেশে ভারত এই হা-ডু-ডু খেলা কে অনেক উন্নত করেছে এবং এগিয়ে নিয়ে গিয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের জাতীয় খেলা হওয়া সত্ত্বেও এই খেলাকে আমরা তেমন কোন পর্যায়ে নিয়ে যেতে পারিনি। আমি মনে করি অন্য সকল খেলার পাশাপাশি হা-ডু-ডু খেলার দিকে সরকার বিশেষভাবে নজর দিক হা-ডু-ডু খেলার বাজেট বৃদ্ধি করুক যাতে করে আন্তর্জাতিক ভাবে খেলাটি পরিচিত হয় বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে।

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে মাতৃমৃত্যুর হার বেড়েছে নারীর শিক্ষা ও কর্মসংস্থানে নিষেধাজ্ঞার কারণে

দেশের খেলাকে এগিয়ে নিতে তরুণরা যা ভাবছে

০৮:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

ফয়সাল আহমেদ

 

বাংলাদেশর ক্রিকেট,ফুটবল এবং জাতীয় খেলা হা-ডু-ডু খেলাকে এগিয়ে নেবার জন্যে  বর্তমানের তরুণ প্রজন্মে  কিছু পরিবর্তন ও সংযোগ চায়। এ বিষয়ে সারাক্ষণের সাথে কথা বলেছেন কিছু তরুণ।তাদের মতে আরো বেশি প্রশিক্ষণ, ঘরোয়ালীগ বৃদ্ধি যেমন প্রয়োজন তেমনি তাদের রয়েছে আরো কিছু মতামত।

সজীব হোসেন(২৩) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র , তার মতে  বাংলাদেশের ক্রিকেট খেলার আরো  উন্নয়ন করতে হলে ঘরোয়া লীগের উন্নয়ন করতে হবে। বি.পি.এল এর পাশাপাশি আরোকিছু টি-টোয়েন্টি লীগের আয়োজন করতে হবে বলে মনে করেন তিনি।  টি-টোয়েন্টি খেলায় বাংলাদেশ অনেকটাই দুর্বল। ঘরোয়া লীগ এই দুর্বলতা কাটাতে সাহায্য করবে। এছাড়া ভালো ওপেনার তৈরি করতে হবে। সেজন্য দরকার খেলোয়ারদের আরো প্রশিক্ষণ ।

জাহিদ হাসান(২৭) ঢাকা কলেজের গণিত বিভাগের ছাত্র। তিনি বলেন, দেশীয় কোচ কে সুযোগ দিতে হবে অযথা বিদেশি কোচদের ব্যবহার না করে দেশী কোচদের ব্যবহার করতে হবে তাদের সুযোগ করে দিতে হবে। এতে করে খেলার মানের উন্নয়ন হবে বলে আমার ধারণা।

আশিক আমিন(২৪) আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের ছাত্র , তার মতে বাংলাদেশ ক্রিটে এগিয়ে থাকলেও ফুটবলে অনেক পিছিয়ে আছে। তবে বর্তমানে নারী ফুটবল পুরুষদের তুলনায় অনেকটাই ভালো করছে। আমি মনে করি বাহিরের দেশের সাথে বেশি বেশি খেলা এবং ক্লাব পর্যায়ে বাংলাদেশের প্লেয়ারদের বেশি ব্যবহার করলে ফুটবল উন্নয়ন আসবে। আমাদের দেশের থেকে রেংকিং এ এগিয়ে থাকা দেশগুলোর সাথে খেলে তাদের খেলার ধরণ অনুসরণ করা।

রাহাত(২৬) তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র , তার মতে  বাংলাদেশের সকল খেলাতেই দুর্নীতি দেখা যায়। আমি মনে করি এই দুর্নীতি সম্পূর্ণরূপ দমন না করা পর্যন্ত বাংলাদেশ আন্তর্জাতিকভাবে কোন খেলায়ই ব্যাপকভাবে উন্নয়ন সাধন করতে পারবে না বা আগাতে পারবে না। সকল পর্যায়ের খেলায়ই আমাদের দেশের ভালো ভালো প্লেয়ার রয়েছে। দুর্নীতির কারণে যারা সুযোগ পাচ্ছেনা। আমি মনে করি সমস্ত ট্যালেন্টেড খেলোয়ারদের সুযোগ দিলে বাংলাদেশের সকল খেলায় আরো উন্নত হতে সক্ষম হবে।

প্রিতম(২২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ছাত্র। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় খেলা হা-ডু-ডু যা বর্তমানে অনেকে জানেইনা। আমাদের পাশের দেশে ভারত এই হা-ডু-ডু খেলা কে অনেক উন্নত করেছে এবং এগিয়ে নিয়ে গিয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের জাতীয় খেলা হওয়া সত্ত্বেও এই খেলাকে আমরা তেমন কোন পর্যায়ে নিয়ে যেতে পারিনি। আমি মনে করি অন্য সকল খেলার পাশাপাশি হা-ডু-ডু খেলার দিকে সরকার বিশেষভাবে নজর দিক হা-ডু-ডু খেলার বাজেট বৃদ্ধি করুক যাতে করে আন্তর্জাতিক ভাবে খেলাটি পরিচিত হয় বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে।