নতুন বছরের প্রথম দিন থেকেই দেশে জ্বালানি তেলের খুচরা দামে লিটারে দুই টাকা কমানো হয়েছে। এক মাস আগে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় যে দাম বাড়ানো হয়েছিল, এই সিদ্ধান্তে তা আংশিকভাবে প্রত্যাহার করা হলো।

নতুন দাম কী হলো
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বুধবার গভীর রাতে জারি করা এক প্রজ্ঞাপনে জানায়, ডিজেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১০২ টাকা। অকটেন বিক্রি হবে ১২২ টাকায়, পেট্রলের দাম ১১৮ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা লিটারপ্রতি।
আগের দামের সঙ্গে পার্থক্য
এর আগে ডিজেলের দাম ছিল ১০৪ টাকা, অকটেন ১২৪ টাকা, পেট্রল ১২০ টাকা এবং কেরোসিন ১১৬ টাকা লিটারপ্রতি। নতুন সিদ্ধান্তে প্রতিটি জ্বালানিতেই লিটারে দুই টাকা করে কমানো হলো।

দাম সমন্বয়ের কারণ
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশোধিত স্বয়ংক্রিয় জ্বালানি মূল্য নির্ধারণ নীতিমালা অনুযায়ী আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে দেশে জ্বালানির দাম সমন্বয় করা হয়। সর্বশেষ এই সমন্বয়ের লক্ষ্য ভোক্তাদের জন্য জ্বালানির দাম তুলনামূলকভাবে সহনীয় রাখা।
পটভূমি
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে দুই টাকা করে বাড়ানো হয়েছিল। এক মাসের ব্যবধানে নতুন বছরের শুরুতেই সেই বাড়তির বিপরীতে এবার দাম কমানোর সিদ্ধান্ত এলো।
সারাক্ষণ রিপোর্ট 


















