চীনের চিপ শিল্পে দেশীয় সক্ষমতা বাড়াতে নতুন এক নীতিগত বাস্তবতা সামনে এসেছে। নতুন কারখানা স্থাপন বা উৎপাদন সক্ষমতা বাড়াতে গেলে যন্ত্রপাতির অন্তত অর্ধেক দেশেই তৈরি হতে হবে। সরকারি অনুমোদনের পথে এ শর্ত মানা এখন কার্যত বাধ্যতামূলক হয়ে উঠছে, বলছে সংশ্লিষ্ট সূত্র।
রাষ্ট্রীয় অনুমোদনের নতুন বাস্তবতা
সাম্প্রতিক মাসগুলোতে কারখানা গড়া বা সম্প্রসারণের অনুমোদন চাইলে কর্তৃপক্ষের কাছে কেনাকাটার নথিতে দেখাতে হচ্ছে যে ব্যবহৃত যন্ত্রের কমপক্ষে পঞ্চাশ শতাংশ চীনা উৎপাদন। নীতিটি প্রকাশ্যে ঘোষণা না হলেও অনুমোদনের প্রক্রিয়ায় এটিই কার্যকর মানদণ্ড। নির্ধারিত মাত্রা পূরণ না হলে আবেদন সাধারণত নাকচ হচ্ছে, যদিও সরবরাহ ঘাটতির ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও বেইজিংয়ের পাল্টা গতি
দুই হাজার তেইশ সালে যুক্তরাষ্ট্রের কড়াকড়ির পর এই উদ্যোগ আরও জোরালো হয়। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ ও আধুনিক যন্ত্রপাতি রপ্তানি বন্ধ হওয়ায় বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে চীনের নীতিগত চাপ বেড়েছে। ফলে আগে যেখানে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের যন্ত্র সহজলভ্য ছিল, সেখানেও এখন দেশীয় সরবরাহকারীকে অগ্রাধিকার দিতে হচ্ছে।
উন্নত লাইনে সাময়িক শিথিলতা
অত্যাধুনিক উৎপাদন লাইনে দেশীয় যন্ত্র এখনও পুরোপুরি প্রস্তুত না থাকায় সেখানে শর্ত কিছুটা শিথিল। তবে লক্ষ্য স্পষ্ট। নীতিনির্ধারকদের ভাষায় ভবিষ্যতে কারখানাগুলোতে শতভাগ দেশীয় যন্ত্র ব্যবহারের দিকেই যাত্রা।

রাষ্ট্রপতির আহ্বান ও জাতীয় উদ্যোগ
রাষ্ট্রপতি শি চিনপিং দীর্ঘদিন ধরেই সমগ্র রাষ্ট্রের অংশগ্রহণে স্বনির্ভর সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলা গড়ার আহ্বান জানিয়ে আসছেন। হাজারো প্রকৌশলী ও বিজ্ঞানীর সমন্বয়ে এই প্রচেষ্টা এখন নীতিতে রূপ নিচ্ছে।
দেশীয় প্রযুক্তির অগ্রগতি
এই নীতির সুফল ইতিমধ্যেই দৃশ্যমান। খোদাই প্রক্রিয়াসহ গুরুত্বপূর্ণ ধাপে দেশীয় যন্ত্রের সক্ষমতা বাড়ছে। চীনের সবচেয়ে বড় চিপ যন্ত্র প্রস্তুতকারক নাউরা প্রযুক্তি সাত ন্যানোমিটার উৎপাদন লাইনে তাদের খোদাই যন্ত্র পরীক্ষা করছে, যা এর আগে চৌদ্দ ন্যানোমিটারে সফল ব্যবহারের পর বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বিনিয়োগ ও অর্ডারের জোয়ার
রাষ্ট্রসংযুক্ত সংস্থাগুলো দুই হাজার পঁচিশ সালে দেশীয় লিথোগ্রাফি যন্ত্র ও যন্ত্রাংশে রেকর্ড সংখ্যক অর্ডার দিয়েছে। একই সঙ্গে চিপ খাতকে শক্তিশালী করতে বিশাল তহবিলের মাধ্যমে শত শত বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হয়েছে। এর তৃতীয় ধাপ শুরু হয় দুই হাজার চব্বিশ সালে।
বৈশ্বিক বাজারে উদ্বেগ
চীনের এই দ্রুত অগ্রগতি বৈশ্বিক প্রতিযোগীদের মধ্যে উদ্বেগ তৈরি করছে। দেশীয় সরবরাহকারীদের উত্থানে বিদেশি প্রতিষ্ঠানগুলো চীনা বাজারে চাপের মুখে পড়ছে। নাউরার পেটেন্ট ও আয় বৃদ্ধির পরিসংখ্যানও দেখাচ্ছে, দেশীয় শিল্প এখন শুধু টিকে থাকা নয়, নেতৃত্বের দিকেই এগোচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 


















