স্বনির্ভর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সেবা নিশ্চিতের দাবিতে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। দেশের যোগাযোগ ও প্রযুক্তি খাতে বিদেশি নির্ভরতা কমিয়ে নিজস্ব সক্ষমতা গড়ে তোলার আহ্বান জানাতে এ কর্মসূচি আয়োজন করা হয়।
স্বনির্ভরতার প্রয়োজনীয়তা ও ঝুঁকির চিত্র
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের বলেন, প্রযুক্তি ও টেলিযোগাযোগে স্বনির্ভরতা না থাকলে কী ধরনের বিপর্যয় দেখা দিতে পারে, তার উদাহরণ রাশিয়া–ইউক্রেন যুদ্ধেই স্পষ্ট হয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ এখনো এই খাতে পুরোপুরি পরনির্ভরশীল। প্রতিদিন প্রায় সাত হাজার কোটি টাকার ডিজিটাল লেনদেন টেলিযোগাযোগ ও প্রযুক্তি সেবার ওপর নির্ভর করে পরিচালিত হচ্ছে। কোনো বড় দুর্ঘটনা বা সংকট দেখা দিলে দেশের সামগ্রিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে, সে বিষয়ে সরকারকে আগেভাগেই ভাবতে হবে।

ভারতনির্ভরতার অভিযোগ
মানববন্ধনে সভাপতির বক্তব্যে মহিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের টেলিযোগাযোগ ও আইসিটি খাতে অতিমাত্রায় ভারতনির্ভরতা এখন জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ এবং প্রযুক্তিগত স্বনির্ভরতার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতা তুলে ধরতেই বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আজকের কর্মসূচি পালন করেছে।
দেশীয় জনশক্তি ও নিরাপত্তা সংকট
বক্তারা জানান, মোবাইল অপারেটর, টাওয়ার কোম্পানি, আন্তর্জাতিক ব্যান্ডউইথ, সফটওয়্যার সেবা, নেটওয়ার্ক মেইনটেন্যান্স, ভেন্ডর সাপোর্ট, কল সেন্টার, আইটি আউটসোর্সিংসহ বিভিন্ন কোর নেটওয়ার্ক সেবায় দীর্ঘদিন ধরে ভারতীয় প্রতিষ্ঠান ও নাগরিকদের আধিপত্য তৈরি হয়েছে। এর ফলে দেশীয় দক্ষ জনশক্তি কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, বিপুল বৈদেশিক মুদ্রা দেশ থেকে বেরিয়ে যাচ্ছে এবং জরুরি সময়ে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ছে।
তথ্য নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা
মানববন্ধনে আরও বলা হয়, মোবাইল অপারেটর ও টাওয়ার কোম্পানির গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ও ব্যবস্থাপনা পর্যায়ে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিক কর্মরত রয়েছেন। আন্তর্জাতিক ব্যান্ডউইথ ও ডেটা রুটিংয়ে ভারতীয় নির্ভরতার কারণে দেশের তথ্য নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। সফটওয়্যার, বিলিং ব্যবস্থা, নেটওয়ার্ক অপারেশন সেন্টার ও ভেন্ডর সাপোর্টে দেশীয় বিকল্প থাকা সত্ত্বেও সেগুলোকে উপেক্ষা করা হচ্ছে, যা দেশীয় আইটি উদ্যোক্তা ও প্রকৌশলীদের কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নে বাধা সৃষ্টি করছে।

সরকারের প্রতি আহ্বান
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন মনে করে, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের টেলিযোগাযোগ ও আইসিটি খাতে স্বনির্ভরতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এজন্য সংগঠনটি সরকারের কাছে বিদেশি নির্ভরতা ধাপে ধাপে কমিয়ে আনার জাতীয় নীতিমালা প্রণয়ন, মোবাইল অপারেটর ও টাওয়ার কোম্পানিতে দেশীয় প্রকৌশলী ও প্রযুক্তিবিদ নিয়োগ বাধ্যতামূলক করা, আন্তর্জাতিক ব্যান্ডউইথ ও ডেটা রুটিংয়ে বহুমুখীকরণ, দেশীয় সফটওয়্যার ও আইটি সেবাকে অগ্রাধিকার দেওয়া, জাতীয় নিরাপত্তার স্বার্থে বিদেশি ভেন্ডর ও জনবলের ওপর কঠোর নজরদারি এবং গবেষণা, প্রশিক্ষণ ও বিনিয়োগ বাড়ানোর দাবি জানায়।
ভবিষ্যৎ কর্মসূচির হুঁশিয়ারি
মানববন্ধন থেকে বক্তারা সতর্ক করে বলেন, এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে। সংগঠনটি বিশ্বাস করে, দেশীয় মেধা, প্রযুক্তি ও সক্ষমতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ একটি স্বনির্ভর, নিরাপদ ও শক্তিশালী টেলিযোগাযোগ ও আইসিটি খাত গড়ে তুলতে সক্ষম হবে।
সারাক্ষণ রিপোর্ট 



















