বিশ্ববাজারে স্বর্ণের দামে তৈরি হলো নতুন ইতিহাস। অনিশ্চয়তা বাড়তে থাকায় নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা, যার সরাসরি প্রভাব পড়েছে স্বর্ণ ও রুপার বাজারে। বুধবার বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি চার হাজার ছয়শ ডলার অতিক্রম করেছে, যা সর্বকালের সর্বোচ্চ।
অনিশ্চয়তায় নিরাপদ সম্পদের দিকে ঝোঁক
মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান জেরোম পাওয়েলকে ঘিরে রাজনৈতিক ও আইনি অনিশ্চয়তা বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলেছে। সাবেক ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে ফেডারেল রিজার্ভের ওপর চাপ বাড়ানোয় বাজারে অস্থিরতা ছড়িয়েছে। এই পরিস্থিতিতে স্বর্ণ ও রুপার মতো নিরাপদ সম্পদে বিনিয়োগ বাড়ছে।

স্বর্ণ ও রুপার দামে বড় লাফ
লেনদেনের এক পর্যায়ে স্পট বাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি চার হাজার ছয়শ ঊনত্রিশ ডলারের কাছাকাছি পৌঁছায়। দিন শেষে দাম কিছুটা কমলেও তা আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। রুপার বাজারেও দেখা যায় একই প্রবণতা। স্পট রুপার দাম বেড়ে আউন্সপ্রতি ছিয়াশি ডলারের বেশি উঠে যায়, যা নতুন সর্বোচ্চ।
সুদের হার ও বাজারের প্রত্যাশা
গত বছর যুক্তরাষ্ট্রে সুদের হার কমানো হলেও চলতি জানুয়ারির বৈঠকে হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা রয়েছে। তবে বাজার ধারণা করছে, বছরের শেষের দিকে আরও দফা সুদ কমতে পারে। এই প্রত্যাশাই সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়াচ্ছে।
অন্যান্য মূল্যবান ধাতুর ঊর্ধ্বগতি
স্বর্ণ ও রুপার পাশাপাশি প্লাটিনাম ও প্যালাডিয়াম এর দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিনিয়োগকারীরা বৈশ্বিক অর্থনীতি ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে মূল্যবান ধাতুকে নিরাপদ আশ্রয় হিসেবে দেখছেন।
দীর্ঘমেয়াদি প্রবণতা
গত বছর স্বর্ণের দাম প্রায় দুই-তৃতীয়াংশ বেড়েছে, যা গত কয়েক দশকের মধ্যে অন্যতম সেরা বার্ষিক পারফরম্যান্স। রুপার ক্ষেত্রেও বৃদ্ধি ছিল নজিরবিহীন। বিশ্লেষকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে এই ঊর্ধ্বমুখী ধারা দ্রুত থামার সম্ভাবনা কম।
সারাক্ষণ রিপোর্ট 



















