কুমিল্লার মুরাদনগর মহাসড়ক পুলিশ ফাঁড়ি থেকে চুরি হওয়া দুটি রাইফেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র দুটি উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় এবং আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বাহিনী।
গভীর রাতে বিশেষ অভিযান
র্যাবের একটি দল বৃহস্পতিবার গভীর রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূইয়ান বাড়ি সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালায়। প্রায় দুই থেকে তিন ঘণ্টার এই অভিযানে সেখান থেকে দুটি রাইফেল উদ্ধার করা হয়। অভিযানের সময় কোনো অস্ত্রধারীকে পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
উদ্ধার হওয়া অস্ত্রের পরিচয়
র্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি চীনা তৈরি রাইফেল এবং অপরটি দেশীয়ভাবে তৈরি রাইফেল। অস্ত্র দুটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়, ধারণা করা হচ্ছে চুরির পর এগুলো সেখানে ফেলে রাখা হয়েছিল।
নির্বাচন সামনে রেখে সতর্কতা
র্যাব এগারোর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, চুরি হওয়া সব অস্ত্র দ্রুত উদ্ধারে বাহিনী তৎপর রয়েছে। আসন্ন নির্বাচনকে ঘিরে যেন কোনো ধরনের সহিংসতা বা অস্থিরতা সৃষ্টি না হয়, সে জন্য নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।
আইনি প্রক্রিয়া চলমান
উদ্ধার করা অস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
সারাক্ষণ রিপোর্ট 


















