চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে অন্তত আঠারো জনের মৃত্যু হয়েছে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় সরকার দেশটির দুইটি অঞ্চলে বিপর্যয় অবস্থা ঘোষণা করেছে। প্রচন্ড তাপপ্রবাহ ও ঝোড়ো বাতাসে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
দক্ষিণে দাবানলের ভয়াবহ বিস্তার
রোববার চিলির প্রেসিডেন্ট গাব্রিয়েল বোরিক জানান, দক্ষিণের নুবলে ও বিওবিও অঞ্চলে চলমান দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেখানে বিপর্যয় অবস্থা জারি করা হয়েছে। রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় পাঁচশ কিলোমিটার দূরে অবস্থিত এই দুই অঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বন বিভাগ জানায়, দেশজুড়ে অন্তত চব্বিশটি সক্রিয় আগুনের সঙ্গে লড়াই করছেন দমকল কর্মীরা, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এই দুই এলাকাতেই।

হাজারো মানুষের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া
দাবানলের কারণে এখন পর্যন্ত প্রায় বিশ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে অন্তত আড়াই শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে, ঝুঁকির মুখে পড়েছে একাধিক জনপদ।
প্রচণ্ড তাপ ও ঝোড়ো বাতাসে নিয়ন্ত্রণ কঠিন
কর্তৃপক্ষ জানায়, অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা ও শক্তিশালী বাতাস আগুনের বিস্তার আরও বাড়িয়ে দিয়েছে। সান্তিয়াগো থেকে শুরু করে বিওবিও পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা দমকল কর্মীদের কাজকে কঠিন করে তুলেছে।

আঞ্চলিক প্রভাব ও উদ্বেগ
চলতি বছরের শুরু থেকেই চিলি ও প্রতিবেশী আর্জেন্টিনায় তীব্র তাপপ্রবাহ দেখা যাচ্ছে। এরই মধ্যে আর্জেন্টিনার পাতাগোনিয়া অঞ্চলেও বড় ধরনের দাবানলের ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব এই অঞ্চলে দাবানলের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 



















