০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
সংকল্পই শক্তি: সন্ত্রাস দমনে সংযুক্ত আরব আমিরাতের দৃঢ় অবস্থান ও আঞ্চলিক নিরাপত্তার কৌশল ট্রাম্পের কণ্ঠে খামেনির বিদায়ের ডাক, যুক্তরাষ্ট্র-ইরান বাকযুদ্ধ আরও তীব্র সিরিয়ার বৃহত্তম তেলক্ষেত্র ছাড়ল কুর্দি বাহিনী, উত্তর ও পূর্বাঞ্চলে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে সরকার নতুন বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শক্তিশালী ঊর্ধ্বমুখী ধারায় দেশের শেয়ারবাজারে লেনদেন শেষ চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য প্রাণহানি এড়ালেন যাত্রীরা শবে বরাত ৩ ফেব্রুয়ারি রাতে দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যা, জাতীয় দুর্যোগ ঘোষণা, মৃত্যু ছাড়াল ত্রিশ ইরানে বিক্ষোভ দমন নিয়ে কড়া হুঁশিয়ারি খামেনির, ‘ঘরোয়া অপরাধীদের ছাড় দেওয়া হবে না’ গাজা শাসনে নতুন ধাপ, বোর্ডে রিম আল হাশিমি ও গারগাশ একাডেমির প্রধান

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের বি-ওয়ান ও বি-টু ভিসায় জামানতের নতুন শর্ত

আগামী একুশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা, অর্থাৎ বি-ওয়ান ও বি-টু ভিসায় বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত কার্যকর হতে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, এসব ভিসায় আবেদনকারীদের সর্বোচ্চ পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত জমা দিতে হতে পারে।

নতুন নিয়মের ঘোষণা

যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, নির্ধারিত তারিখের পর যেসব বাংলাদেশি নাগরিকের বি-ওয়ান ও বি-টু ভিসা অনুমোদিত হবে, তাদের ক্ষেত্রে এই জামানতের শর্ত প্রযোজ্য হবে। এর উদ্দেশ্য হলো স্বল্পমেয়াদি ভিসায় গিয়ে নির্ধারিত সময়ের বেশি অবস্থান বা ভিসার শর্ত লঙ্ঘনের প্রবণতা কমানো।

পুরোনো ভিসাধারীদের ক্ষেত্রে কী হবে

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের তথ্য অনুযায়ী, একুশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশের আগেই যেসব বাংলাদেশির বৈধ বি-ওয়ান ও বি-টু ভিসা ইস্যু হয়েছে, তাদের জন্য এই জামানতের নিয়ম প্রযোজ্য হবে না। অর্থাৎ নতুন নিয়মটি কেবল নতুন করে অনুমোদিত ভিসার ক্ষেত্রেই কার্যকর।

জামানত পরিশোধ নিয়ে সতর্কতা

যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের যাচাইকৃত ফেসবুক পাতায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের সতর্ক করে জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই জামানত পরিশোধ করা উচিত নয়। আগাম অর্থ প্রদান করলে ভিসা নিশ্চিত হয় না এবং তৃতীয় পক্ষের কিছু ওয়েবসাইট বা মাধ্যমে প্রতারণার ঝুঁকি থাকতে পারে।

অগ্রিম অর্থ দিলে ফেরত মিলবে না

দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাক্ষাৎকারের আগে কেউ যদি কোনো অর্থ পরিশোধ করেন, তা ফেরতযোগ্য নয়। তবে ভিসার সব শর্ত যথাযথভাবে মেনে চললে নির্ধারিত সময় শেষে জমা দেওয়া জামানতের অর্থ ফেরত দেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদি ভ্রমণে গিয়ে ভিসার নিয়ম ভঙ্গের ঘটনা কমানোর চেষ্টা করা হচ্ছে। নতুন এই নিয়ম বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য আর্থিক প্রস্তুতি ও প্রক্রিয়াগত সতর্কতার গুরুত্ব আরও বাড়িয়ে দিল।

জনপ্রিয় সংবাদ

সংকল্পই শক্তি: সন্ত্রাস দমনে সংযুক্ত আরব আমিরাতের দৃঢ় অবস্থান ও আঞ্চলিক নিরাপত্তার কৌশল

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের বি-ওয়ান ও বি-টু ভিসায় জামানতের নতুন শর্ত

০৭:৩৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

আগামী একুশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা, অর্থাৎ বি-ওয়ান ও বি-টু ভিসায় বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত কার্যকর হতে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, এসব ভিসায় আবেদনকারীদের সর্বোচ্চ পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত জমা দিতে হতে পারে।

নতুন নিয়মের ঘোষণা

যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, নির্ধারিত তারিখের পর যেসব বাংলাদেশি নাগরিকের বি-ওয়ান ও বি-টু ভিসা অনুমোদিত হবে, তাদের ক্ষেত্রে এই জামানতের শর্ত প্রযোজ্য হবে। এর উদ্দেশ্য হলো স্বল্পমেয়াদি ভিসায় গিয়ে নির্ধারিত সময়ের বেশি অবস্থান বা ভিসার শর্ত লঙ্ঘনের প্রবণতা কমানো।

পুরোনো ভিসাধারীদের ক্ষেত্রে কী হবে

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের তথ্য অনুযায়ী, একুশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশের আগেই যেসব বাংলাদেশির বৈধ বি-ওয়ান ও বি-টু ভিসা ইস্যু হয়েছে, তাদের জন্য এই জামানতের নিয়ম প্রযোজ্য হবে না। অর্থাৎ নতুন নিয়মটি কেবল নতুন করে অনুমোদিত ভিসার ক্ষেত্রেই কার্যকর।

জামানত পরিশোধ নিয়ে সতর্কতা

যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের যাচাইকৃত ফেসবুক পাতায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের সতর্ক করে জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই জামানত পরিশোধ করা উচিত নয়। আগাম অর্থ প্রদান করলে ভিসা নিশ্চিত হয় না এবং তৃতীয় পক্ষের কিছু ওয়েবসাইট বা মাধ্যমে প্রতারণার ঝুঁকি থাকতে পারে।

অগ্রিম অর্থ দিলে ফেরত মিলবে না

দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাক্ষাৎকারের আগে কেউ যদি কোনো অর্থ পরিশোধ করেন, তা ফেরতযোগ্য নয়। তবে ভিসার সব শর্ত যথাযথভাবে মেনে চললে নির্ধারিত সময় শেষে জমা দেওয়া জামানতের অর্থ ফেরত দেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদি ভ্রমণে গিয়ে ভিসার নিয়ম ভঙ্গের ঘটনা কমানোর চেষ্টা করা হচ্ছে। নতুন এই নিয়ম বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য আর্থিক প্রস্তুতি ও প্রক্রিয়াগত সতর্কতার গুরুত্ব আরও বাড়িয়ে দিল।