সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান আদনক গ্যাসের সঙ্গে ভারতের হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের দশ বছর মেয়াদি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আর্থিক মূল্য ধরা হচ্ছে প্রায় আড়াই থেকে তিন বিলিয়ন ডলার। এই সমঝোতার মাধ্যমে ভারত এখন সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় ক্রেতায় পরিণত হলো এবং আদনক গ্যাসের দীর্ঘমেয়াদি এলএনজি কৌশলের কেন্দ্রে উঠে এলো।
আবুধাবিতে কৌশলগত ঘোষণা
আবুধাবিতে আনুষ্ঠানিকভাবে ঘোষিত এই চুক্তিটি স্বাক্ষরিত হয় ভারতের সফরকালে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের প্রেক্ষাপটে। সফর চলাকালে আদনকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রী ড. সুলতান বিন আহমেদ আল জাবের এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিকাশ কৌশল স্বাক্ষরিত নথি বিনিময় করেন। এতে দুই দেশের জ্বালানি অংশীদারিত্বের গভীরতা আরও স্পষ্ট হয়।
ভারতের জ্বালানি লক্ষ্য পূরণে সহায়তা
আদনক গ্যাসের প্রধান নির্বাহী ফাতেমা আল নুয়াইমি জানান, এই দীর্ঘমেয়াদি চুক্তি সংযুক্ত আরব আমিরাত ও ভারতের মধ্যে শক্তিশালী ও ক্রমবর্ধমান জ্বালানি অংশীদারিত্বের প্রতিফলন। এই সরবরাহ ভারতের জ্বালানি মিশ্রণে প্রাকৃতিক গ্যাসের অংশ দুই হাজার ত্রিশ সালের মধ্যে পনেরো শতাংশে উন্নীত করার লক্ষ্যে সহায়ক হবে। চুক্তি অনুযায়ী প্রতি বছর শূন্য দশমিক পাঁচ মিলিয়ন টন এলএনজি ভারতে রপ্তানি করা হবে। এটি পূর্বে স্বাক্ষরিত প্রাথমিক সমঝোতাকে পূর্ণাঙ্গ দীর্ঘমেয়াদি বিক্রয় চুক্তিতে রূপ দিল।
দাস আইল্যান্ড থেকে এলএনজি সরবরাহ
এই এলএনজি সরবরাহ করা হবে আদনক গ্যাসের দাস আইল্যান্ড তরলীকরণ কেন্দ্র থেকে, যার উৎপাদন সক্ষমতা বছরে প্রায় ছয় মিলিয়ন টন। বিশ্বে দীর্ঘদিন ধরে চালু থাকা এই কেন্দ্রটি ইতোমধ্যে সাড়ে তিন হাজারের বেশি এলএনজি কার্গো সরবরাহ করেছে। দুই হাজার ঊনত্রিশ সালের মধ্যে আদনক গ্যাস মোট পনেরো দশমিক ছয় মিলিয়ন টন বার্ষিক এলএনজি পরিচালনার দায়িত্বে থাকবে, যার মধ্যে তিন দশমিক দুই মিলিয়ন টন চুক্তিবদ্ধ থাকবে ভারতীয় জ্বালানি কোম্পানিগুলোর জন্য।
এশিয়ায় আদনকের অবস্থান শক্তিশালী
এই চুক্তির ফলে আদনক গ্যাসের পরিচালিত ও সমর্থিত চুক্তির মোট মূল্য বিশ বিলিয়ন ডলারের সীমা ছাড়াল। গত তিন বছরে প্রতিষ্ঠানটি শূন্য দশমিক চার থেকে এক দশমিক দুই মিলিয়ন টন পর্যন্ত একাধিক দীর্ঘমেয়াদি চুক্তি করেছে, য deren মেয়াদ সর্বোচ্চ চৌদ্দ বছর। এতে এশিয়ার দ্রুত বর্ধনশীল বাজারে আদনকের নির্ভরযোগ্য সরবরাহকারীর ভূমিকা আরও দৃঢ় হলো।
নতুন গ্যাস প্রকল্প ও ব্র্যান্ড শক্তি
এর আগে আদনক আবুধাবির উপকূলে ঘাশা কনসেশন এলাকায় সার্ব ডিপ গ্যাস উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত অনুমোদন করে। এই প্রকল্প থেকে দশকের শেষ নাগাদ প্রতিদিন দুইশ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা দৈনিক তিন লক্ষের বেশি ঘরে বিদ্যুৎ সরবরাহে সক্ষম। একই সঙ্গে আদনক বৈশ্বিক ব্র্যান্ড মূল্যায়নে ধারাবাহিকভাবে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ ব্র্যান্ড হিসেবে অবস্থান ধরে রেখেছে।
সারাক্ষণ রিপোর্ট 


















