ভোরের অন্ধকারে হঠাৎ আগুন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে রোহিঙ্গা ক্যাম্পজুড়ে। কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প নম্বর ১৬–এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেছে শত শত ঘর, মসজিদ ও শিক্ষাকেন্দ্র।
২০ জানুয়ারি ভোর ৩টার দিকে শাফিউল্লাহ কাঠা এলাকায় আগুনের সূত্রপাত হয়। বাঁশ ও ত্রিপলের ঘনবসতিপূর্ণ শেল্টারগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘরবাড়ি ছাড়াও পুড়েছে শিক্ষাকেন্দ্র
প্রাথমিক হিসেবে ৪০০ থেকে ৫০০টি শেল্টার সম্পূর্ণ পুড়ে গেছে। ধ্বংস হয়েছে একটি মসজিদ, একটি মাদ্রাসা এবং একাধিক অস্থায়ী শিক্ষা কেন্দ্র।
এই অগ্নিকাণ্ডে অন্তত ২ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থী হঠাৎ করেই গৃহহীন হয়ে পড়েছেন। অনেক পরিবার খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছে। পালাতে গিয়ে কয়েকজন সামান্য আহত হন।

নিরাপত্তা ঝুঁকি আরও স্পষ্ট
সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্যাম্পে খোলা আগুন ব্যবহার ও ঘনবসতি দীর্ঘদিন ধরেই বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত।
ইউনিসেফ, ব্র্যাক এবং আইওএম জরুরি সহায়তা কার্যক্রম শুরু করেছে। তবে বারবার অগ্নিকাণ্ড রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা সংকটকে আরও প্রকট করে তুলছে।
সারাক্ষণ রিপোর্ট 


















