একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য আগের অবস্থান থেকে সরে এসে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যক্তিগত মেয়াদি ও স্কিমভিত্তিক আমানতের ক্ষেত্রে ২০২৪ ও ২০২৫ সালে জমা রাখা অর্থের ওপর বার্ষিক চার শতাংশ হারে মুনাফা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত ও চিঠি
বুধবার একীভূত ব্যাংকগুলোর প্রশাসকদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেগুলেশন বিভাগ। চিঠিতে জানানো হয়, আমানতকারীদের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং নতুনভাবে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের দীর্ঘমেয়াদি আর্থিক সক্ষমতা নিশ্চিত করতেই আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে।
মুনাফা দেওয়ার সময়সীমা
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য এই চার শতাংশ মুনাফা প্রযোজ্য হবে। তবে এ সুবিধা কেবল ব্যক্তিগত আমানতকারীদের জন্য সীমাবদ্ধ থাকবে। কোনো প্রতিষ্ঠান বা করপোরেট আমানতকারী এই মুনাফা পাবে না।
সংশোধিত তথ্য জমা দেওয়ার নির্দেশ
চিঠিতে আরও বলা হয়েছে, মুনাফা সংক্রান্ত সংশোধিত ও হালনাগাদ তথ্য আগামী তিন কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন বিভাগে জমা দিতে হবে।
আগের সিদ্ধান্ত কেন বদলানো হলো
এর আগে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, ২০২৪ ও ২০২৫ সালে একীভূত হওয়া পাঁচটি ব্যাংক লোকসানে থাকায় শরিয়াহ কাউন্সিলের মতামতের ভিত্তিতে আমানতের ওপর মুনাফা দেওয়া হবে না। ওই সিদ্ধান্তে আমানতকারীদের মধ্যে অসন্তোষ তৈরি হলে বিষয়টি নতুন করে পর্যালোচনা করা হয়।
যে পাঁচ ব্যাংক একীভূত হয়েছে
একীভূত হওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এসব ব্যাংক একত্র করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একটি নতুন ব্যাংক গঠন করা হয়েছে।
একীভূতকরণের ভবিষ্যৎ পরিকল্পনা
একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে পুরোনো পাঁচটি ব্যাংক ধাপে ধাপে বিলুপ্ত হয়ে যাবে। তাদের সব সম্পদ, দায় ও জনবল নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে স্থানান্তরিত হবে। এর মাধ্যমে একটি শক্তিশালী ও টেকসই ইসলামী ব্যাংকিং কাঠামো গড়ে তোলাই মূল লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
সারাক্ষণ রিপোর্ট 


















