সারাক্ষণ ডেস্ক
প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে চিপ যুক্ত করেছে ইলন মাস্কের মালিকানাধীন নিউরালিংক । প্রতিষ্ঠানটির তৈরি ব্রেন চিপ মস্তিষ্কে যুক্ত করার পর সেই ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানানো হয়েছে। এমনকি মস্তিষ্কের দেওয়া নির্দেশে কম্পিউটারের মাউসও নিয়ন্ত্রণ করতে পারছেন সেই ব্যক্তি।
এলন মাস্কের কোম্পানী একটি মস্তিস্কের চিপ তৈরি করার পরীক্ষা শুরু করেছে। মস্তিস্কের চিপটির নাম নিউরালিংক।
চিপগুলির জ্ঞান বিকাশের জন্য অগ্রণী ভূমিকা পালন করছে।
যা মানুষকে সরাসরি তাদের মস্তিষ্কের মাধ্যমে ডিভাইসের উপর আরো বেশি নিয়ন্ত্রণ প্রদানের উদ্দেশ্যে কাজ করবে । যা হবে একটি সুপার পাওয়ার’ এর মতো।
এবার ইলন মাস্কের পথ ধরে নিউরাল প্রযুক্তির যন্ত্র তৈরি করছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। তিনি জানিয়েছেন, মস্তিষ্কের সংকেত বা সিগন্যাল পড়তে সক্ষম পরিধেয় যন্ত্র নিয়ে কাজ শুরু করেছে মেটা।
সম্প্রতি মর্নিং ব্রু ডেইলি পডকাস্টে আলাপচারিতার সময় মস্তিষ্কের সিগন্যাল পড়ার যন্ত্র আনার পরিকল্পনার কথা প্রকাশ করেন মার্ক জাকারবার্গ।
 
																			 Sarakhon Report
																Sarakhon Report								 


















