বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি।”
পথসভায় বক্তব্য
তারােক রহমান জনতার উদ্দেশে বলেন, “ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। প্রিয় মোকামতলাবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই।”

স্থানীয় প্রার্থীর উপস্থিতি
পথসভায় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলমও বক্তব্য রাখেন। তিনি তার এলাকার উন্নয়নের পরিকল্পনা ও প্রার্থিতার গুরুত্ব তুলে ধরেন।
জনস্রোত ও সমর্থকদের অংশগ্রহণ
বিএনপির চেয়ারম্যানকে একনজর দেখার জন্য মহাস্থান থেকে রহবল-দোসীমানা পর্যন্ত অন্তত ৫০ হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। জনস্রোতে মুখরিত হয়ে ওঠে পুরো মোকামতলা এলাকা।
সারাক্ষণ রিপোর্ট 


















