০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ ব্যাংক ২০২ মিলিয়ন ডলার কিনল: বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতি ফেরাতে নতুন পদক্ষেপ হুইস্কি বিক্রি শুরু করলো সৌদি আরব বাংলাদেশের বৈদেশিক ঋণ ১০৪ বিলিয়ন ডলার ছাড়ালো: সুদের বাড়তি চাপ নিয়ে বিশ্বব্যাংক নির্বাচনী ইশতেহার প্রণয়নে অনলাইনে জনমত নেবে জামায়াত এমিনেমকে নিয়ে বিব্রতকর প্রশ্ন, কেট উইন্সলেটের সেই এসএনএল স্মৃতিই এখন ভাইরাল ডিসেম্বর ৯ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়াল উত্তর-পূর্ব জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা প্রত্যাহার জাপানের সামরিক হুমকি নিয়ে চীনের তীব্র অভিযোগ, তাইওয়ান ইস্যুতে বাড়ছে উত্তেজনা ইন্দোনেশিয়ার বন্যায় টাপানুলি ওরাংওটাং আরও বিপদে ওয়ার্নার ব্রাদার্স কেনায় কুশনারের অর্থায়ন: ট্রাম্পের স্বার্থ নিয়ে নৈতিক প্রশ্ন

করোনার দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে বড় ধরণের গবেষণার তাগিদ বিশেষজ্ঞদের

  • Sarakhon Report
  • ০৩:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • 89

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের শরীরে দীর্ঘমেয়াদী প্রভাব ‘লং কোভিড’ নিয়ে বড় ধরণের গবেষণার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এবং সকলে এ বিষয়ে ঐক্যমতে পৌঁছান। সভায় করোনার টিকা গ্রহণের পরবর্তীতে মানবদেহে কি ধরণের প্রভাব ফেলে তা নিয়েও গবেষণার উপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের ফলে মানুষের শরীরে কি ধরণের প্রভাব ফেলেছে সেটিও গবেষণার সাথে যুক্ত করার উপর বিশেষজ্ঞরা মত দেন।
এই গবেষণায় চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, টেকনিশিয়ানসহ স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি করোনা ভাইরাসে আক্রান্ত সাধারণ মানুষকেও যুক্ত করার সিদ্ধান্ত হয়। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের পরবর্তী দীর্ঘমেয়াদী প্রভাবের অংশ হিসেবে মানুষের শরীরে নানা ধরণের জটিলতা দেখা দিচ্ছে। যেমন স্মৃতিশক্তি লোপ পাওয়া, খিটখিটে মেজাজ ও রুক্ষ আচরণ করা, বিভিন্ন ধরণের নিউরোলজিক্যাল ডিজঅর্ডার, হৃদরোগ, কিডনী ফেলিউর ইত্যাদি সমস্যা দেখা দিচ্ছে। তাই গবেষণার মাধ্যমে এ অবস্থা থেকে মুক্তির উপায় খুঁজে বের করতে না পারলে মানবজাতি শারীরিক ও মানসিক দিক থেকে দীর্ঘ মেয়াদী ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা করেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।
করোনার টিকা গ্রহণের পর মানবদেহে কোনো জটিলতা হচ্ছে কিনা সেই বিষয়টিও গবেষণার সাথে যুক্ত করার উপর বিশেষজ্ঞরা বার বার তাগিদ দেন। তবে এই গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজন যথাযথ আর্থিক ফান্ডের নিশ্চয়তা। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেলেই মানবজাতির কল্যাণে সময় উপযোগী এই গবেষণার কার্যক্রম সম্পন্ন করা যাবে বলে সভায় অংশগ্রহণকারী দেশের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উল্লেখ করেন।
গুরুত্বপূর্ণ ওই সভায় মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও অত্র বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (একাডেমিক) বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ইউজিসির অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনী ডিজিজেজ এন্ড ইউরোলজি এর নেফ্রোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. মাসুদ ইকবাল, অত্র বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. দীপল কৃষ্ণ অধিকারী, কিডনী বিভাগের অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন, অধ্যাপক ডা. ওমর ফারুক, উপ-রেজিস্ট্রার ডা. জি এম সাদিক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংক ২০২ মিলিয়ন ডলার কিনল: বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতি ফেরাতে নতুন পদক্ষেপ

করোনার দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে বড় ধরণের গবেষণার তাগিদ বিশেষজ্ঞদের

০৩:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের শরীরে দীর্ঘমেয়াদী প্রভাব ‘লং কোভিড’ নিয়ে বড় ধরণের গবেষণার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এবং সকলে এ বিষয়ে ঐক্যমতে পৌঁছান। সভায় করোনার টিকা গ্রহণের পরবর্তীতে মানবদেহে কি ধরণের প্রভাব ফেলে তা নিয়েও গবেষণার উপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের ফলে মানুষের শরীরে কি ধরণের প্রভাব ফেলেছে সেটিও গবেষণার সাথে যুক্ত করার উপর বিশেষজ্ঞরা মত দেন।
এই গবেষণায় চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, টেকনিশিয়ানসহ স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি করোনা ভাইরাসে আক্রান্ত সাধারণ মানুষকেও যুক্ত করার সিদ্ধান্ত হয়। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের পরবর্তী দীর্ঘমেয়াদী প্রভাবের অংশ হিসেবে মানুষের শরীরে নানা ধরণের জটিলতা দেখা দিচ্ছে। যেমন স্মৃতিশক্তি লোপ পাওয়া, খিটখিটে মেজাজ ও রুক্ষ আচরণ করা, বিভিন্ন ধরণের নিউরোলজিক্যাল ডিজঅর্ডার, হৃদরোগ, কিডনী ফেলিউর ইত্যাদি সমস্যা দেখা দিচ্ছে। তাই গবেষণার মাধ্যমে এ অবস্থা থেকে মুক্তির উপায় খুঁজে বের করতে না পারলে মানবজাতি শারীরিক ও মানসিক দিক থেকে দীর্ঘ মেয়াদী ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা করেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।
করোনার টিকা গ্রহণের পর মানবদেহে কোনো জটিলতা হচ্ছে কিনা সেই বিষয়টিও গবেষণার সাথে যুক্ত করার উপর বিশেষজ্ঞরা বার বার তাগিদ দেন। তবে এই গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজন যথাযথ আর্থিক ফান্ডের নিশ্চয়তা। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেলেই মানবজাতির কল্যাণে সময় উপযোগী এই গবেষণার কার্যক্রম সম্পন্ন করা যাবে বলে সভায় অংশগ্রহণকারী দেশের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উল্লেখ করেন।
গুরুত্বপূর্ণ ওই সভায় মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও অত্র বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (একাডেমিক) বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ইউজিসির অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনী ডিজিজেজ এন্ড ইউরোলজি এর নেফ্রোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. মাসুদ ইকবাল, অত্র বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. দীপল কৃষ্ণ অধিকারী, কিডনী বিভাগের অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন, অধ্যাপক ডা. ওমর ফারুক, উপ-রেজিস্ট্রার ডা. জি এম সাদিক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।