০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
ট্রাম্প যখন যুদ্ধ শেষের দম্ভ দেখাচ্ছেন, চীন তখন নীরবে শান্তির পথে কাজ করছে অটিজম চিকিৎসার অপ্রতিষ্ঠিত পথে প্রতিটি পরিবার সাত দশক পর ব্রিটিশ মিউজিক্যালে নতুন জীবন পেল প্রিয় ভালুক সম্পর্কের উষ্ণতা ধরে রাখা উচিৎ, পারিবারিক সীমারেখা রক্ষা করে উৎসব উদযাপনের জ্ঞান শৈশবের গভীর ক্ষত থেকে লেখা এক রন্ধনশিল্পীর আত্মস্বীকারোক্তি মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৬৪) ক্ষমতার নৃত্য: ট্রাম্পের হোয়াইট হাউস বলরুম প্রকল্পে দানের আড়ালে ব্যবসায়িক স্বার্থের খেলা জোহরান মামদানির সিরিয়ান স্ত্রী রামা দুয়াজি সম্পর্কে এই বিষয়গুলো কি জানেন? পুঁজিবাজারে পতনের ধারা অব্যাহত: সপ্তাহ শেষে ডিএসই ও সিএসই লাল সূচকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যু

সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘রাশ্মিকা মান্দান্না’

  • Sarakhon Report
  • ০৭:৩১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • 72

সারাক্ষণ ডেস্ক

দক্ষিণ ভারতের অভিনেত্রী রাশ্মিকা মান্দান্না। সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমেল সিনেমার বড় সাফল্যের পর তার আসন্ন ছয়টি সিনেমা নিয়ে অনেকটা ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

 

‘গুডবাই’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করেন রাশ্মিকা। তারপর রাশ্মিকাকে বেশ কয়েকটি হিন্দি সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে। সিকান্দার ছবিটি ঘোষণা দেওয়ার পর আলোচনার শীর্ষে আছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশ্মিকা। বড় বাজেটের ছবিটিতে সুপারস্টার সালমান খানের সাথে অভিনয় করতে দেখা যাবে রাশ্মিকাকে। অ্যাকশন এই ছবিটি পরিচালনা করবেন এ আর মুরুগাদোস। বড় বাজেটের এই ছবিটি ২০২৫ সালের ঈদ-উল- ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ।

 

 

২০২২ সালে সুকুমার পরিচালিত ব্লকবাস্টার পুষ্পা: দ্য রাইজে শ্রীবল্লীর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রীকে। শ্রীবল্লী চরিত্রটিতে অভিনয়ের মধ্যদিয়ে প্রচুর পরিচিত পান।আবারও পুষ্পা: দ্য রুলে আল্লু অর্জুন এবং রশ্মিকা পুষ্প রাজ এবং শ্রীবল্লীর ভূমিকায় আবার দেখা যাবে।ছবিটি ১৫ আগষ্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

লক্ষ্মণ উতেকরের ‘ছাভা’ তে রাশ্মিকা ও ভিকি কৌশল ছাড়াও অক্ষয় খান্নাকে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি ৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এমনটা আশা করা হচ্ছে। তাছাড়া কুবের ,গার্লফ্রেন্ড , রেইন-বো এর মত সিনেমাগুলোতেও অভিনয় করতে দেখা যাবে রাশ্মিকাকে। ২০২৩ সালে রেইন-বো সিনেমাটি ঘোষণার পর সিনেমাটি তার জন্য ‘অত্যন্ত বিশেষ’ বলে জানিয়েছিল রাশ্মিকা ।

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প যখন যুদ্ধ শেষের দম্ভ দেখাচ্ছেন, চীন তখন নীরবে শান্তির পথে কাজ করছে

সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘রাশ্মিকা মান্দান্না’

০৭:৩১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

সারাক্ষণ ডেস্ক

দক্ষিণ ভারতের অভিনেত্রী রাশ্মিকা মান্দান্না। সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমেল সিনেমার বড় সাফল্যের পর তার আসন্ন ছয়টি সিনেমা নিয়ে অনেকটা ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

 

‘গুডবাই’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করেন রাশ্মিকা। তারপর রাশ্মিকাকে বেশ কয়েকটি হিন্দি সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে। সিকান্দার ছবিটি ঘোষণা দেওয়ার পর আলোচনার শীর্ষে আছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশ্মিকা। বড় বাজেটের ছবিটিতে সুপারস্টার সালমান খানের সাথে অভিনয় করতে দেখা যাবে রাশ্মিকাকে। অ্যাকশন এই ছবিটি পরিচালনা করবেন এ আর মুরুগাদোস। বড় বাজেটের এই ছবিটি ২০২৫ সালের ঈদ-উল- ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ।

 

 

২০২২ সালে সুকুমার পরিচালিত ব্লকবাস্টার পুষ্পা: দ্য রাইজে শ্রীবল্লীর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রীকে। শ্রীবল্লী চরিত্রটিতে অভিনয়ের মধ্যদিয়ে প্রচুর পরিচিত পান।আবারও পুষ্পা: দ্য রুলে আল্লু অর্জুন এবং রশ্মিকা পুষ্প রাজ এবং শ্রীবল্লীর ভূমিকায় আবার দেখা যাবে।ছবিটি ১৫ আগষ্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

লক্ষ্মণ উতেকরের ‘ছাভা’ তে রাশ্মিকা ও ভিকি কৌশল ছাড়াও অক্ষয় খান্নাকে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি ৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এমনটা আশা করা হচ্ছে। তাছাড়া কুবের ,গার্লফ্রেন্ড , রেইন-বো এর মত সিনেমাগুলোতেও অভিনয় করতে দেখা যাবে রাশ্মিকাকে। ২০২৩ সালে রেইন-বো সিনেমাটি ঘোষণার পর সিনেমাটি তার জন্য ‘অত্যন্ত বিশেষ’ বলে জানিয়েছিল রাশ্মিকা ।