সারাক্ষণ ডেস্ক
গত ২৬ জুন ২০২৪ তারিখ সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এর তিন কর্মী কর্তৃক এক তরুণীর ধর্ষণের অভিযোগে উদ্বেগ প্রকাশ করছে রেইপ ল রিফর্ম কোয়ালিশন। পাশাপাশি এ অভিযোগের সুষ্ঠু, দ্রুত ও নিরপেক্ তদন্তসহ দোষী ব্যক্তিদের শাস্তি এবং ভুক্তভোগী নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবী জানাচ্ছে রেইপ ল রিফর্ম কোয়ালিশন।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ হতে জানা যায় যে, গত ২৫ জুন ২০২৪ তারিখ মঙ্গলবার রাত ১০টায় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসে ভোর সাড়ে ৪টার দিকে ট্রেনের খাবার বগিতে এ ঘটনা ঘটে। চলন্ত ট্রেনটি ওই সময় লাকসাম এলাকা পার হচ্ছিল। ভোরে এ ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় সন্ধ্যার পর। ইতোমধ্যে এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের তিন কর্মীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। একই ঘটনায় ট্রেনের গার্ডকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
পরিশেষে, বাংলাদেশ রেল কর্তৃপক্ষকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টির ব্যত্যয় এর এ অভিযোগের সুষ্ঠু, দ্রুত ও নিরপেক্ষ তদন্তসহ দোষী ব্যক্তিদের শাস্তি এবং ভুক্তভোগী নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবী জানাচ্ছে রেইপ ল রিফর্ম কোয়ালিশন।
Sarakhon Report 


















