০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
সফটব্যাংক ভিশন ফান্ডে বড় ধরনের ছাঁটাই। লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা সৌদি- পাকিস্তান সামরিক প্যাক্ট ও দক্ষিণ এশিয়ায় প্রভাব এশিয়ার বিলিয়ন-ডলারের মুনকেক বাজারে নতুন ধারা: দুবাই চকলেট ও পিস্তাচিওর ছোঁয়া শিম্পাঞ্জিদের খাদ্যে অ্যালকোহলের উপস্থিতি ১৯৮৮ সালের সামরিক অভ্যুত্থানের উত্তরাধিকার আজও মিয়ানমার পেরুর মরুভূমি থেকে আবিষ্কৃত নতুন নগরী: আমেরিকার ইতিহাস নতুনভাবে লেখা হচ্ছে চীনকে সমর্থন ও যুক্তরাষ্ট্রকে বার্তা দিল দক্ষিণ-পূর্ব এশিয়া চীনের সিজে-১০০০: বিশ্বের প্রথম হাইপারসনিক ‘প্লেন কিলার’ ক্ষেপণাস্ত্র নিয়ে নতুন ধারণা অফ-সিজনে তরমুজ চাষে নড়াইলের কৃষকদের বাম্পার লাভ ৯০% ক্ষেত্রে কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক—শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাই ঝুঁকিতে

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৫)

  • Sarakhon Report
  • ০৩:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • 56

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

 

 

 

স্মার্ট  লিডার

কখনোইকখনোইকখনোইকখনোই যুদ্ধ থেকে বিরত হয়ো না।” উইস্টন চার্চিল
অধ্যবসায় মানে হল আপনার বন্দুকের প্রতি অটল থাকা। আপনার কমিটমেন্টের প্রতি বিশ্বস্ত থাকা এবং নিজের সংকল্পকে এগিয়ে নেয়ার জন্য ধারাবাহিক কাজ করে যাওয়া। বাস্তবে সবটুকু নিজের সংকল্পের সঙ্গে পথ চলা।”

 

 

“আজকের ব্যবসায়ের মহান নীতি হল: দলের বা টিমের  মানুষের কথা আরও বেশি ভাবুন, এবং যাতে তারা নিজেদের সম্পর্কে আরো বেশি আস্থাবান হবেন।অন্যদিকে নিজেকে সব সময় নিখুঁত মনে করতে নেই।

 

 

নেতাদের তাদের অপরাজেয়তা, ক্ষমতা, এবং নিয়ন্ত্রণের ঘোরটোপ থেকে হয়ে আসতে হয, বরং প্রকাশ করতে হয় মানবিকতা। মানুষ এমন একজনের চারপাশে থাকতে পছন্দ করে যে নিজের দুর্বলতা স্বীকার করতে পারে, অন্যের সঙ্গে কোন মতামতকে শেয়ার করে, এবং অন্যকে মূল আলোর নীচে রাখাকে বিশ্বাস করে।” –

 

কখনও নিজের মানুষকে আঘাত করো না

আঘাত না করে আপনার মানুষগুলোকে বা মধ্যবর্তী নেতা বা ম্যানেজারদেরকে তাদের কমফোর্ট জোন থেকে বের হতে সহায়তা করুণ

 

 

 

যাতে তারা বাস্তবতার ভেতর দিয়ে সফল হতে পারবে। হয়ত অনেক সময় তারা আপনার কাছে তাদের অপছন্দের বিষয়গুলোও চাইতে পারে কিন্তু সব মিলিয়ে আপনার আচরণ এমন হতে হবে যাতে তারা আপনাকে নেতা হিসেবে সম্মান করে

সফটব্যাংক ভিশন ফান্ডে বড় ধরনের ছাঁটাই। লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৫)

০৩:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

 

 

 

স্মার্ট  লিডার

কখনোইকখনোইকখনোইকখনোই যুদ্ধ থেকে বিরত হয়ো না।” উইস্টন চার্চিল
অধ্যবসায় মানে হল আপনার বন্দুকের প্রতি অটল থাকা। আপনার কমিটমেন্টের প্রতি বিশ্বস্ত থাকা এবং নিজের সংকল্পকে এগিয়ে নেয়ার জন্য ধারাবাহিক কাজ করে যাওয়া। বাস্তবে সবটুকু নিজের সংকল্পের সঙ্গে পথ চলা।”

 

 

“আজকের ব্যবসায়ের মহান নীতি হল: দলের বা টিমের  মানুষের কথা আরও বেশি ভাবুন, এবং যাতে তারা নিজেদের সম্পর্কে আরো বেশি আস্থাবান হবেন।অন্যদিকে নিজেকে সব সময় নিখুঁত মনে করতে নেই।

 

 

নেতাদের তাদের অপরাজেয়তা, ক্ষমতা, এবং নিয়ন্ত্রণের ঘোরটোপ থেকে হয়ে আসতে হয, বরং প্রকাশ করতে হয় মানবিকতা। মানুষ এমন একজনের চারপাশে থাকতে পছন্দ করে যে নিজের দুর্বলতা স্বীকার করতে পারে, অন্যের সঙ্গে কোন মতামতকে শেয়ার করে, এবং অন্যকে মূল আলোর নীচে রাখাকে বিশ্বাস করে।” –

 

কখনও নিজের মানুষকে আঘাত করো না

আঘাত না করে আপনার মানুষগুলোকে বা মধ্যবর্তী নেতা বা ম্যানেজারদেরকে তাদের কমফোর্ট জোন থেকে বের হতে সহায়তা করুণ

 

 

 

যাতে তারা বাস্তবতার ভেতর দিয়ে সফল হতে পারবে। হয়ত অনেক সময় তারা আপনার কাছে তাদের অপছন্দের বিষয়গুলোও চাইতে পারে কিন্তু সব মিলিয়ে আপনার আচরণ এমন হতে হবে যাতে তারা আপনাকে নেতা হিসেবে সম্মান করে