মিজান রেহমান,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু ও আবাসিক হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যেখানে আগামী ১৬ আগস্ট থেকে শাটল চলাচল শুরু,একইসঙ্গে ১৯ আগস্ট থেকে ক্লাস শুরু হবে বলে জানিয়ে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।বুধবার,৭ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হলের আসন বরাদ্দের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে,”চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০-১৪ আগস্ট হলে সিট বরাদ্দের জন্য আবেদন করা যাবে অনলাইনে,আবেদন ফি ১০০ টাকা। ১৭ আগস্ট থেকে আসন বরাদ্দ দেওয়া শুরু হবে এবং ১৮ আগস্ট হল খোলা হবে।পরবর্তী ১৯ আগস্ট ক্লাস শুরু।
বিশ্ববিদ্যালয় মারফত আরো জানানো হয়,আগে যারা আবেদন করেছে তাদের আবেদন করার প্রয়োজন নেই।আবাসিক হলের আসনগুলো বিভাগের রেজাল্ট এবং গ্রামের বাসার দূরত্ব বিবেচনা করে দেওয়া হবে।একইসাথে হলের আসবাবপত্র এবং ইলেক্ট্রিসিটিসহ অন্যান্য সংস্থার আনা হবে।
উল্লেখ্য,বিশ্ববিদ্যালয়ের ৫৫২তম সভায় হলে আসন বরাদ্দের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।একইসাথে আন্দোলনে নিহত চবির দুই শিক্ষার্থীর জন্য শোক প্রস্তাব করা হয়েছে।
Sarakhon Report 



















