১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
ট্রাম্প যখন যুদ্ধ শেষের দম্ভ দেখাচ্ছেন, চীন তখন নীরবে শান্তির পথে কাজ করছে অটিজম চিকিৎসার অপ্রতিষ্ঠিত পথে প্রতিটি পরিবার সাত দশক পর ব্রিটিশ মিউজিক্যালে নতুন জীবন পেল প্রিয় ভালুক সম্পর্কের উষ্ণতা ধরে রাখা উচিৎ, পারিবারিক সীমারেখা রক্ষা করে উৎসব উদযাপনের জ্ঞান শৈশবের গভীর ক্ষত থেকে লেখা এক রন্ধনশিল্পীর আত্মস্বীকারোক্তি মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৬৪) ক্ষমতার নৃত্য: ট্রাম্পের হোয়াইট হাউস বলরুম প্রকল্পে দানের আড়ালে ব্যবসায়িক স্বার্থের খেলা জোহরান মামদানির সিরিয়ান স্ত্রী রামা দুয়াজি সম্পর্কে এই বিষয়গুলো কি জানেন? পুঁজিবাজারে পতনের ধারা অব্যাহত: সপ্তাহ শেষে ডিএসই ও সিএসই লাল সূচকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যু

আইপিএলের সফল ১০ অধিনায়ক

  • Sarakhon Report
  • ০৮:৫০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • 72

সারাক্ষণ ডেস্ক

 

 

এম এস ধোনি

সবচেয়ে বেশি ২২৬ টি ম্যাচের মধ্যে ১১৩ টি ম্যাচ জিতেছেন। এবং তিনি ৫৯.৩৭%  নিয়ে অন্য সব অধিনায়কের চেয়ে এগিয়ে আছেন । কারণ এতো বেশি ম্যাচে নেতৃত্ব দিয়ে  কেউ এতো জয় পাইনি ।

 

ড্যানিয়েল ভেটোরি

 

 

আরসিবির হয়ে ২২ টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন,তার সামগ্রিক জয় ৫৪.৫৪% ।

ঋষভ পন্ত

 

 

ডিসি’র হয়ে ৩০ টি ম্যাচে  নেতৃত্ব দিয়েছেন। ৫৫% এর সামগ্রিক জয় সহ নবম স্থান ধরে রেখেছেন।

গৌতম গম্ভীর

 

 

ডিসি এবং এবং কে কে আর এর অধিনায়ক হিসাবে ১২৯ টি ম্যাচের মধ্যে ৭১ টি ম্যাচে  জয়ী হয়েছেন । এবং  ৫৫.৪২% জয় অর্জন করেছেন।

শেন ওয়ার্ন

 

 

রাজেস্থান রয়েলস এর হয়ে ৫৫ ম্যাচে অধিনায়কত্ব করেছেন। তার নেতৃত্ব এসেছে ৫৫.৪৫% এর  সামগ্রিক জয় ।

রোহিত শর্মা

 

 

এম আই এর  অধিনায়ক হিসাবে ১৫৮ টি ম্যাচের মধ্যে ৮৭ টিতে জয় নিশ্চিত করেছেন। ৫৬.৩২ % জয় এসেছে তার নেতৃত্ব।

অনিল কুম্বলে

 

আরসিবির হয়ে ২৬ ম্যাচে অধিনায়কত্ব করে ৫৭.৬৯% সামগ্রিক জয় পেয়েছেন ।

শচীন টেন্ডুলকার

৫১ টি ম্যাচে অধিনায়কত্ব করে ৫৮.৮২% সামগ্রিক জয় অর্জন করেছেন।

স্টিভ স্মিথ

৪৩ টি ম্যাচে অধিনায়কত্ব করে ৫৯.৫২ % এর সামগ্রিক জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ।

হার্দিক পান্ডিয়া

গুজরাট টাইটানসের হয়ে ৩১ টি ম্যাচে অধিনায়কত্ব করে ৭৩.৩৩% জয় পেয়েছেন।

 

 

 

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প যখন যুদ্ধ শেষের দম্ভ দেখাচ্ছেন, চীন তখন নীরবে শান্তির পথে কাজ করছে

আইপিএলের সফল ১০ অধিনায়ক

০৮:৫০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

সারাক্ষণ ডেস্ক

 

 

এম এস ধোনি

সবচেয়ে বেশি ২২৬ টি ম্যাচের মধ্যে ১১৩ টি ম্যাচ জিতেছেন। এবং তিনি ৫৯.৩৭%  নিয়ে অন্য সব অধিনায়কের চেয়ে এগিয়ে আছেন । কারণ এতো বেশি ম্যাচে নেতৃত্ব দিয়ে  কেউ এতো জয় পাইনি ।

 

ড্যানিয়েল ভেটোরি

 

 

আরসিবির হয়ে ২২ টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন,তার সামগ্রিক জয় ৫৪.৫৪% ।

ঋষভ পন্ত

 

 

ডিসি’র হয়ে ৩০ টি ম্যাচে  নেতৃত্ব দিয়েছেন। ৫৫% এর সামগ্রিক জয় সহ নবম স্থান ধরে রেখেছেন।

গৌতম গম্ভীর

 

 

ডিসি এবং এবং কে কে আর এর অধিনায়ক হিসাবে ১২৯ টি ম্যাচের মধ্যে ৭১ টি ম্যাচে  জয়ী হয়েছেন । এবং  ৫৫.৪২% জয় অর্জন করেছেন।

শেন ওয়ার্ন

 

 

রাজেস্থান রয়েলস এর হয়ে ৫৫ ম্যাচে অধিনায়কত্ব করেছেন। তার নেতৃত্ব এসেছে ৫৫.৪৫% এর  সামগ্রিক জয় ।

রোহিত শর্মা

 

 

এম আই এর  অধিনায়ক হিসাবে ১৫৮ টি ম্যাচের মধ্যে ৮৭ টিতে জয় নিশ্চিত করেছেন। ৫৬.৩২ % জয় এসেছে তার নেতৃত্ব।

অনিল কুম্বলে

 

আরসিবির হয়ে ২৬ ম্যাচে অধিনায়কত্ব করে ৫৭.৬৯% সামগ্রিক জয় পেয়েছেন ।

শচীন টেন্ডুলকার

৫১ টি ম্যাচে অধিনায়কত্ব করে ৫৮.৮২% সামগ্রিক জয় অর্জন করেছেন।

স্টিভ স্মিথ

৪৩ টি ম্যাচে অধিনায়কত্ব করে ৫৯.৫২ % এর সামগ্রিক জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ।

হার্দিক পান্ডিয়া

গুজরাট টাইটানসের হয়ে ৩১ টি ম্যাচে অধিনায়কত্ব করে ৭৩.৩৩% জয় পেয়েছেন।