১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
ভারতে স্টিল পাইপ নির্মাতায় হানা—বিড রিগিং তদন্তে তল্লাশি” পান্থকুঞ্জ ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেননি চেম্বার আদালত জাতিসংঘের উদ্ভাবন সূচকে শীর্ষ-১০—জার্মানিকে সরিয়ে চীন ইইউর ১৯তম রাশিয়া নিষেধাজ্ঞা প্যাকেজ স্থগিত—পরিধি নিয়ে মতভেদ অ্যামাজনের হার্ডওয়্যার ইভেন্ট ৩০ সেপ্টেম্বর—ইকো, ফায়ার টিভি, কিন্ডলে চমক টিকটক সমাধানে ‘ফ্রেমওয়ার্ক’—যুক্তরাষ্ট্রে চালু রাখতে অরাকলসহ কনসোর্টিয়াম স্কারবরো শোলে ফিলিপাইনি জাহাজে চীনের ওয়াটার ক্যানন রুশ হামলায় জাপোরিঝিয়ায় একজন নিহত, বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত ফেড সুদ কমাতে পারে—এশিয়া শেয়ারে নতুন উত্থান চীনের বৈশ্বিক বন্দর প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রের বড়সড় সামুদ্রিক উদ্যোগ

আইপিএলের সফল ১০ অধিনায়ক

  • Sarakhon Report
  • ০৮:৫০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • 60

সারাক্ষণ ডেস্ক

 

 

এম এস ধোনি

সবচেয়ে বেশি ২২৬ টি ম্যাচের মধ্যে ১১৩ টি ম্যাচ জিতেছেন। এবং তিনি ৫৯.৩৭%  নিয়ে অন্য সব অধিনায়কের চেয়ে এগিয়ে আছেন । কারণ এতো বেশি ম্যাচে নেতৃত্ব দিয়ে  কেউ এতো জয় পাইনি ।

 

ড্যানিয়েল ভেটোরি

 

 

আরসিবির হয়ে ২২ টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন,তার সামগ্রিক জয় ৫৪.৫৪% ।

ঋষভ পন্ত

 

 

ডিসি’র হয়ে ৩০ টি ম্যাচে  নেতৃত্ব দিয়েছেন। ৫৫% এর সামগ্রিক জয় সহ নবম স্থান ধরে রেখেছেন।

গৌতম গম্ভীর

 

 

ডিসি এবং এবং কে কে আর এর অধিনায়ক হিসাবে ১২৯ টি ম্যাচের মধ্যে ৭১ টি ম্যাচে  জয়ী হয়েছেন । এবং  ৫৫.৪২% জয় অর্জন করেছেন।

শেন ওয়ার্ন

 

 

রাজেস্থান রয়েলস এর হয়ে ৫৫ ম্যাচে অধিনায়কত্ব করেছেন। তার নেতৃত্ব এসেছে ৫৫.৪৫% এর  সামগ্রিক জয় ।

রোহিত শর্মা

 

 

এম আই এর  অধিনায়ক হিসাবে ১৫৮ টি ম্যাচের মধ্যে ৮৭ টিতে জয় নিশ্চিত করেছেন। ৫৬.৩২ % জয় এসেছে তার নেতৃত্ব।

অনিল কুম্বলে

 

আরসিবির হয়ে ২৬ ম্যাচে অধিনায়কত্ব করে ৫৭.৬৯% সামগ্রিক জয় পেয়েছেন ।

শচীন টেন্ডুলকার

৫১ টি ম্যাচে অধিনায়কত্ব করে ৫৮.৮২% সামগ্রিক জয় অর্জন করেছেন।

স্টিভ স্মিথ

৪৩ টি ম্যাচে অধিনায়কত্ব করে ৫৯.৫২ % এর সামগ্রিক জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ।

হার্দিক পান্ডিয়া

গুজরাট টাইটানসের হয়ে ৩১ টি ম্যাচে অধিনায়কত্ব করে ৭৩.৩৩% জয় পেয়েছেন।

 

 

 

ভারতে স্টিল পাইপ নির্মাতায় হানা—বিড রিগিং তদন্তে তল্লাশি”

আইপিএলের সফল ১০ অধিনায়ক

০৮:৫০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

সারাক্ষণ ডেস্ক

 

 

এম এস ধোনি

সবচেয়ে বেশি ২২৬ টি ম্যাচের মধ্যে ১১৩ টি ম্যাচ জিতেছেন। এবং তিনি ৫৯.৩৭%  নিয়ে অন্য সব অধিনায়কের চেয়ে এগিয়ে আছেন । কারণ এতো বেশি ম্যাচে নেতৃত্ব দিয়ে  কেউ এতো জয় পাইনি ।

 

ড্যানিয়েল ভেটোরি

 

 

আরসিবির হয়ে ২২ টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন,তার সামগ্রিক জয় ৫৪.৫৪% ।

ঋষভ পন্ত

 

 

ডিসি’র হয়ে ৩০ টি ম্যাচে  নেতৃত্ব দিয়েছেন। ৫৫% এর সামগ্রিক জয় সহ নবম স্থান ধরে রেখেছেন।

গৌতম গম্ভীর

 

 

ডিসি এবং এবং কে কে আর এর অধিনায়ক হিসাবে ১২৯ টি ম্যাচের মধ্যে ৭১ টি ম্যাচে  জয়ী হয়েছেন । এবং  ৫৫.৪২% জয় অর্জন করেছেন।

শেন ওয়ার্ন

 

 

রাজেস্থান রয়েলস এর হয়ে ৫৫ ম্যাচে অধিনায়কত্ব করেছেন। তার নেতৃত্ব এসেছে ৫৫.৪৫% এর  সামগ্রিক জয় ।

রোহিত শর্মা

 

 

এম আই এর  অধিনায়ক হিসাবে ১৫৮ টি ম্যাচের মধ্যে ৮৭ টিতে জয় নিশ্চিত করেছেন। ৫৬.৩২ % জয় এসেছে তার নেতৃত্ব।

অনিল কুম্বলে

 

আরসিবির হয়ে ২৬ ম্যাচে অধিনায়কত্ব করে ৫৭.৬৯% সামগ্রিক জয় পেয়েছেন ।

শচীন টেন্ডুলকার

৫১ টি ম্যাচে অধিনায়কত্ব করে ৫৮.৮২% সামগ্রিক জয় অর্জন করেছেন।

স্টিভ স্মিথ

৪৩ টি ম্যাচে অধিনায়কত্ব করে ৫৯.৫২ % এর সামগ্রিক জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ।

হার্দিক পান্ডিয়া

গুজরাট টাইটানসের হয়ে ৩১ টি ম্যাচে অধিনায়কত্ব করে ৭৩.৩৩% জয় পেয়েছেন।