০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
২০২৯-এ ফিরছে অ্যানিমেটেড হিট ‘কে-পপ ডেমন হান্টার্স’ ‘টাইটানিক’-এর নেপথ্যের গল্প: চলচ্চিত্র প্রযোজকের স্মৃতিচারণ অভিষেক শর্মার রেকর্ড গড়া ইনিংসে অস্ট্রেলিয়ায় সিরিজ জয় ভারতের জেন জি এখন সুগন্ধি খুঁজছে আলোকে শিল্পে রূপ দেওয়া লিন্ডসি অ্যাডেলম্যান পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ ‘ইনল্যান্ড টাইপ্যান’: প্রাণঘাতী বিষ, শান্ত স্বভাবের এই সরীসৃপের অজানা বিস্ময় কুমিল্লায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পুলিশের মৃত্যু রবিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা ভিয়েতনামী ঔপন্যাসিক ড. ফান কুয়ে মাই শারজাহ বইমেলায় পাঠকদের মুগ্ধ করলেন মংলায় নৌকাডুবিতে নিখোঁজ প্রবাসী নারী পর্যটক

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৩২)

  • Sarakhon Report
  • ০৫:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • 62

সুবীর বন্দ্যোপাধ্যায়

কলম্বিয়ান পরবর্তী যুগ (Post Colombian Period)

কলম্বিয়ান পরবর্তী মায়া এই যুগটির সঙ্গে কলম্বাস-এর নামই যুক্ত।সমুদ্র পর্যটক কলম্বাস যখন ১৫০৩-০৪-এ দ্বিতীয়বার ভ্রমণ করেন তখনই তিনি ইউকাতান নামে একটি স্বতন্ত্র দেশের নাম শোনেন।এই সময়েই কলম্বাস কিউবার দক্ষিণ-পশ্চিম অংশে দেখেন কিছু সুতিরপোশাক পরা ভারতীয়। বলা হয় ভারতবংশোদ্ভূত জনসমাজ চলে এসেছিল প্রাচীন মায়া-সভ্যতার থেকে। আক্রমণটি ঘটেছিল কোজুমেল (Cozumel)-এর দ্বীপে এবং এরপর কিছু লোককে বন্দী করা হয় এবং দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।

স্প্যানিশরা কিউবার ঔপনিবেশিক অভিযান থেকে উৎসাহ পেয়ে ক্যারিবীয় করডোবায় প্রবেশ করে এবং ১৫১৭ সাল নাগাদ ইউকাতান অঞ্চলে অভিযান শুরু করে কিন্তু মায়াদের কাছে পর্যুদস্ত হয়। এরপরে ১৫১৯ সালে করতেস (Kortes) ভোরাক্রুজ (Veracruz)-এ অবতরন করে।

১৫২৬ সালে ফ্রানসিসকো মনটেখো (Francisco Montejo) ইউকাতান দখল করে নেয়। মায়া জনসমাজ দখলদারদের বিরুদ্ধে প্রায় কুড়ি বছর সংগ্রাম চালিয়েছিল। মায়াদের মধ্যে কষ্ট, লড়াই, ধৈর্য ধরার ক্ষমতা কত গভীর তা ঐ যুদ্ধ থেকে বোঝা গিয়েছিল।

তবে এই মরণপণ লড়াই চালিয়েও শেষ পর্যন্ত তাদের মন্তেখোর কাছে হার মানতে হয়েছিল। মায়াদের বলি দিয়েছিল স্প্যানিশ শাসক মন্তেখো। অত্যাচার ও নানারকম চাপে বাধ্য হয়ে মায়ারা একরকম গ্রামে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল এবং সরকারকে চড়া হারে কর দিতে হয়েছিল। এই কর ও অন্যান্য অত্যাচারের বিরুদ্ধে মাঝে মধ্যেই বিদ্রোহ করেছিল মায়ারা।

(চলবে)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৩১)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৩১)

জনপ্রিয় সংবাদ

২০২৯-এ ফিরছে অ্যানিমেটেড হিট ‘কে-পপ ডেমন হান্টার্স’

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৩২)

০৫:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

সুবীর বন্দ্যোপাধ্যায়

কলম্বিয়ান পরবর্তী যুগ (Post Colombian Period)

কলম্বিয়ান পরবর্তী মায়া এই যুগটির সঙ্গে কলম্বাস-এর নামই যুক্ত।সমুদ্র পর্যটক কলম্বাস যখন ১৫০৩-০৪-এ দ্বিতীয়বার ভ্রমণ করেন তখনই তিনি ইউকাতান নামে একটি স্বতন্ত্র দেশের নাম শোনেন।এই সময়েই কলম্বাস কিউবার দক্ষিণ-পশ্চিম অংশে দেখেন কিছু সুতিরপোশাক পরা ভারতীয়। বলা হয় ভারতবংশোদ্ভূত জনসমাজ চলে এসেছিল প্রাচীন মায়া-সভ্যতার থেকে। আক্রমণটি ঘটেছিল কোজুমেল (Cozumel)-এর দ্বীপে এবং এরপর কিছু লোককে বন্দী করা হয় এবং দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।

স্প্যানিশরা কিউবার ঔপনিবেশিক অভিযান থেকে উৎসাহ পেয়ে ক্যারিবীয় করডোবায় প্রবেশ করে এবং ১৫১৭ সাল নাগাদ ইউকাতান অঞ্চলে অভিযান শুরু করে কিন্তু মায়াদের কাছে পর্যুদস্ত হয়। এরপরে ১৫১৯ সালে করতেস (Kortes) ভোরাক্রুজ (Veracruz)-এ অবতরন করে।

১৫২৬ সালে ফ্রানসিসকো মনটেখো (Francisco Montejo) ইউকাতান দখল করে নেয়। মায়া জনসমাজ দখলদারদের বিরুদ্ধে প্রায় কুড়ি বছর সংগ্রাম চালিয়েছিল। মায়াদের মধ্যে কষ্ট, লড়াই, ধৈর্য ধরার ক্ষমতা কত গভীর তা ঐ যুদ্ধ থেকে বোঝা গিয়েছিল।

তবে এই মরণপণ লড়াই চালিয়েও শেষ পর্যন্ত তাদের মন্তেখোর কাছে হার মানতে হয়েছিল। মায়াদের বলি দিয়েছিল স্প্যানিশ শাসক মন্তেখো। অত্যাচার ও নানারকম চাপে বাধ্য হয়ে মায়ারা একরকম গ্রামে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল এবং সরকারকে চড়া হারে কর দিতে হয়েছিল। এই কর ও অন্যান্য অত্যাচারের বিরুদ্ধে মাঝে মধ্যেই বিদ্রোহ করেছিল মায়ারা।

(চলবে)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৩১)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৩১)