০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ: এক প্রবাসী পুত্র থেকে জাতীয় নেতৃত্বে সেপ্টেম্বর মাসে চীনের কাঁচা তেল মজুদের প্রবাহে বড় পতন ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ অনিশ্চিত—ট্রাম্পের নতুন অবস্থান ও পুতিনের কূটনৈতিক প্রভাব কৃত্রিম বুদ্ধিমত্তার ফাঁদে কিশোর প্রেম—চ্যাটবটের সঙ্গে সম্পর্কের পর আত্মহত্যা, সতর্ক করছে বিশেষজ্ঞরা কাম্বোডিয়ার নতুন ২ বিলিয়ন ডলারের বিমানবন্দর—পর্যটন বাড়াতে আধ্যাত্মিকতা, আধুনিকতা ও উচ্চাকাঙ্ক্ষার মিশ্রণ মিডিয়া জগতে বড় রদবদলের সম্ভাবনা জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদন বাস্তব আলোচনার প্রতিফলন নয়: সালাহউদ্দিন ফখরুলের অভিযোগ: জনগণ ও রাজনৈতিক দলকে প্রতারণা করেছে সমন্বয় কমিশন, অভিযোগের তীর ইউনূসের দিকেও ট্রাম্পের এশিয়া সফরের শেষ গন্তব্য দক্ষিণ কোরিয়া—চীন ও বাণিজ্য আলোচনায় সমঝোতার ইঙ্গিত শতাব্দীর ভয়াবহতম ঘূর্ণিঝড় ‘মেলিসা’ ধ্বংসস্তূপে জ্যামাইকা, বিপদের মুখে কিউবা

৪ সপ্তাহের মধ্যে বায়রার নির্বাচন করার নির্দেশ

  • Sarakhon Report
  • ০৬:২৬:০১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • 59
নিজস্ব প্রতিনিধি
প্রশাসক নিয়োগ দিয়ে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) কার্যনির্বাহী কমিটির নির্বোচন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাণিজ্য সচিবকে চার সপ্তাহের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ ছাড়া বায়রা বায়রা  প্রশাসক নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার  বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এই প্রশাসকের অধীনে এক মাসের মধ্যে বায়রার কার্যনির্বাহী কমিটির নির্বাচন দিতে বলা হয়েছে।
আদালতে বায়রার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সাধারণ সদস্যদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ  মিয়া, অ্যাডভোকেট আবদুল্লাহ  আল মামুন।এর আগে আপিল বিভাগ হাইকোর্টকে বায়রার নির্বাচন নিয়ে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।
এর আগে  গত ২৪ অক্টোবর বায়রার কার‌্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ১০ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। গত ৬ নভেম্বর এ তফসিল ৬ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। রিটকারীদের দাবি, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ এর ১৪ বিধি অনুসারে বিদ্যমান কার্যনির্বাহী কমিটি পরবর্তী কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের অন্তত  ৯০ দিন আগে নির্বাচনী বোর্ড ও ৩ সদস্যের একটি নির্বাচনী আপিল বোর্ড গঠন করার কথা। তা-না করেই গত ২৪ অক্টোবর তফসিল ঘোষণা করে বায়রা। এ তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করেন বায়রার সদস্য ও খন্দকার রিক্রুটিং এজেন্সির মালিক খন্দকার আবু আশফাক। এছাড়া ৩টি রিট করা হয়।
জনপ্রিয় সংবাদ

বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ: এক প্রবাসী পুত্র থেকে জাতীয় নেতৃত্বে

৪ সপ্তাহের মধ্যে বায়রার নির্বাচন করার নির্দেশ

০৬:২৬:০১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি
প্রশাসক নিয়োগ দিয়ে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) কার্যনির্বাহী কমিটির নির্বোচন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাণিজ্য সচিবকে চার সপ্তাহের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ ছাড়া বায়রা বায়রা  প্রশাসক নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার  বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এই প্রশাসকের অধীনে এক মাসের মধ্যে বায়রার কার্যনির্বাহী কমিটির নির্বাচন দিতে বলা হয়েছে।
আদালতে বায়রার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সাধারণ সদস্যদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ  মিয়া, অ্যাডভোকেট আবদুল্লাহ  আল মামুন।এর আগে আপিল বিভাগ হাইকোর্টকে বায়রার নির্বাচন নিয়ে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।
এর আগে  গত ২৪ অক্টোবর বায়রার কার‌্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ১০ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। গত ৬ নভেম্বর এ তফসিল ৬ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। রিটকারীদের দাবি, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ এর ১৪ বিধি অনুসারে বিদ্যমান কার্যনির্বাহী কমিটি পরবর্তী কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের অন্তত  ৯০ দিন আগে নির্বাচনী বোর্ড ও ৩ সদস্যের একটি নির্বাচনী আপিল বোর্ড গঠন করার কথা। তা-না করেই গত ২৪ অক্টোবর তফসিল ঘোষণা করে বায়রা। এ তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করেন বায়রার সদস্য ও খন্দকার রিক্রুটিং এজেন্সির মালিক খন্দকার আবু আশফাক। এছাড়া ৩টি রিট করা হয়।